
ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, তা কেটে গেল। এখন বিসিবির নির্বাচন আয়োজনে আর কোনো বাধা থাকলো না।
রোববার (০৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালত এ সিদ্ধান্ত ঘোষণা করেন। আদালত হাইকোর্টের একটি আদেশ স্থগিত করেছেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
এর আগে ২২ সেপ্টেম্বর চারজন কাউন্সিলর রিট করার পর হাইকোর্ট বিসিবি সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত করেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত ওই স্থগিতাদেশ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বহাল রাখেন এবং ৫ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য করেন। আজ শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিতের সিদ্ধান্ত দেন চেম্বার জজ আদালত।
বিসিবির আইনজীবী জানান, এ সিদ্ধান্তে নির্বাচনে আর কোনো বাধা নেই।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।