Apan Desh | আপন দেশ

বিএডিসি সার-বিজ ডিলার অ্যাসোসিয়েশনের মানববন্ধন  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বিএডিসি সার-বিজ ডিলার অ্যাসোসিয়েশনের মানববন্ধন  

ছবি: আপন দেশ

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএডিসি সার ও বিজ ডিলার অ্যাসোসিয়েশনের মানববন্ধন হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিএডিসি সার ও বিজ ডিলার অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলার আঞ্চলিক সভাপতি মো. আতাউল রহমানের সভাপতিত্বে বিভিন্ন দাবি নিয়ে সারাদেশের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিতি ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে সরকার কৃষকের স্বার্থে কৃষিবান্ধব সার ব্যবস্থাপনার জন্য সার ব্যবস্থাপনা আইন ও সার ব্যবস্থাপনা বিধিমালা-২০০৯ এর পরিবর্তে সার ব্যবস্থাপনা আইন ও সার ব্যবস্থাপনা বিধিমালা ২০২৫ জারি করতে যাচ্ছেন।

সরকারের এ মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বর্তমানে সারাদেশে মোট সার ডিলার সংখ্যা হলো ১০৭৫৩ জন। এর মধ্যে বিসিআইসি কর্তৃক নিয়োগকৃত সার ডিলার সংখ্যা হলো ৫৬৬৯ জন এবং বিএডিসি কর্তৃক নিয়োগকৃত ডিলার সংখ্যা ৫০৮৪ জন। কিন্তু দুঃখজনক বিষয় হলো যেখানে বৈষম্যহীনতাই সরকারের মূল লক্ষ্য, সেখানে আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে।

আরওপড়ুন<<>>‘আগামী নির্বাচনে ১৫০ পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ’

বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারলাম, নতুন নীতিমালায় বিএডিসি’র ডিলারদের ডিলারশিপ নবায়নের কোনো ব্যবস্থা রাখা হয়নি। অপরদিকে, বিসিআইসি’র ডিলারদের ডিলারশিপ নবায়নের সুযোগ রাখা হয়েছে। এতে বিএডিসি’র ডিলাররা বৈষম্যের শিকার হচ্ছে। বৈষম্যবিরোধী সরকারের কাছে আমরা এমনটি আশা করি না।

তারা আরও বলেন, বৈষম্যবিরোধী অন্তবর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টার কাছে বিএডিসি সার ডিলারদের পক্ষ হতে আকুল আবদেন- আমাদের ডিলারশিপ লাইসেন্স নবায়নের সুযোগ রেখে সার বিধিমালা-২০২৫ চুড়ান্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। 

অন্যথায়, বিএডিসি কর্তৃক নিয়োগকৃত ৫০৮৪ জন সার ডিলার, তাদের ব্যবসা ও পরিবারের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ হবে বলে আমরা মনে করি। এর আগে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি  দেয় সংগঠনটি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভোটের শেষভাগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উদ্বেগ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে:তারেক রহমান নির্বাচন-গণভোট: তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিয়ানমারের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ সুপ্রিম কোর্টে ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ যে আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ১ প্রার্থী আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেফতার ‘চাঁদাবাজদের আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব’ ইরানের নতুন হুঁশিয়ারি স্বর্ণের দামে ফের ইতিহাস, আজকের বাজারদর জেনে নিন