
ছবি: আপন দেশ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক হয়েছে।
উপজেলার চানন্দী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মোল্লাগ্রামে সোমবার (২৯ সেপ্টেম্বর) এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
আরওপড়ুন<<>>মেলা দেখাতে নিয়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমান প্রদত্ত ৩১ দফাই আগামী দিনের দেশ গড়ার মূলভিত্তি। বিএনপির ৩১ দফা দেশের মানুষ প্রত্যাশা করে। হাতিয়াতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এ দফাগুলো বাস্তবায়ন করবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।