Apan Desh | আপন দেশ

রাবিতে ভর্তি পরীক্ষায় থাকবে না সিলেকশন পদ্ধতি 

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৩৬, ৫ অক্টোবর ২০২৫

রাবিতে ভর্তি পরীক্ষায় থাকবে না সিলেকশন পদ্ধতি 

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি থাকছে না। ফলে প্রাথমিক আবেদনের যোগ্যতা অর্জন করলেই পরীক্ষায় বসতে পারবেন ভর্তিচ্ছুরা। ভর্তি কমিটির কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানিয়েছেন, এবারের ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকবে না। প্রয়োজনে শিফট বাড়ানো হবে। গত বছর দুই শিফটে পরীক্ষা নেয়া হয়েছিল। এবার দুই শিফটের জায়গায় তিন বা চার শিফটে পরীক্ষা নেয়া হবে। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন>>>রাবিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬ জানুয়ারি

তারা আরও বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে নির্দিষ্ট জিপিএ নির্ধারণ করা হবে। যারা সে জিপিএ অর্জন করতে পারবে, তারাই রাবি ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে আরও জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা 'এ' ইউনিট (মানবিক) দিয়ে শুরু হবে। ২০২৬ সালের ১৬ জানুয়ারি 'এ' ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি 'বি' ইউনিট (বাণিজ্য) ও ২৩ জানুয়ারি 'সি' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেয়া হতে পারে। এ তিনটা তারিখকে আমলে নিয়ে কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়