
সংগৃহীত ছবি
ক্রিকেটপ্রেমীদের জন্য এক মহেন্দ্রক্ষণ! এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাইয়ে আজ (২৮ সেপ্টেম্বর) হতে চলেছে এ ঐতিহাসিক মহারণ। ভারত এ টুর্নামেন্টে এখনও অপরাজিত। তাই তারা আজ জিতলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।
অন্যদিকে, পাকিস্তান এ আসরে আগের দুটি ম্যাচেই হেরেছে। দুবাইয়ের মাঠে এ ফাইনাল হবে এক ঐতিহাসিক লড়াই।
এশিয়া কাপের সামগ্রিক পরিসংখ্যান
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে মোট ২০টি ম্যাচ হয়েছে।
-
ভারত জিতেছে: ১২টি ম্যাচ।
-
পাকিস্তান জিতেছে: ৬টি ম্যাচ।
-
ফলাফল হয়নি: ২টি ম্যাচ।
পরিসংখ্যানের দিক থেকে এশিয়া কাপে ভারত এগিয়ে।
টি-২০ এশিয়া কাপের রেকর্ড
টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ভারত ৫ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে। উল্লেখযোগ্য জয়-পরাজয়:
-
ভারত চ্যাম্পিয়ন: ২০১৬ সালে।
-
পাকিস্তান চ্যাম্পিয়ন: ২০২২ সালে। ২০২২ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপে পাকিস্তান ভারতকে ৫ উইকেটে হারায়। এটিই ছিল তাদের একমাত্র টি-টোয়েন্টি এশিয়া কাপ জয়।
অন্যান্য স্মরণীয় ফাইনাল
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে কিছু ঐতিহাসিক ফাইনাল লড়াই:
বছর | ফাইনালের নাম | ফলাফল | জয়ী দল |
১৯৮৫ | বিশ্ব চ্যাম্পিয়নশিপ | ভারত ৮ উইকেটে জয়ী। | ভারত |
১৯৮৬ | অস্ট্রাল-এশিয়া কাপ | পাকিস্তান ১ উইকেটে জয়ী (জাভেদ মিয়াঁদাদের শেষ বলে ছক্কা)। | পাকিস্তান |
১৯৯৮ | স্বাধীনতা কাপ | ভারত ৩ উইকেটে জয়ী (গাঙ্গুলির ১২৪ রান)। | ভারত |
২০০৭ | আইসিসি টি-২০ বিশ্বকাপ | ভারত ৫ রানে জয়ী (রুদ্ধশ্বাস শেষ ওভার)। | ভারত |
২০১৭ | আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি | পাকিস্তান ১৮০ রানে জয়ী (ফখর জামানের ১১৪ রান)। | পাকিস্তান |
সাম্প্রতিক এশিয়া কাপের হাইলাইটস
সাম্প্রতিক সময়েও ভারত-পাকিস্তান ম্যাচ ছিল নাটকীয়।
-
২০১৪: শেষ ওভারে ১০ রানের প্রয়োজন ছিল। শহীদ আফ্রিদি রবিচন্দ্রন অশ্বিনের বলে পরপর দুটি ছক্কা মেরে পাকিস্তানকে নাটকীয় জয় এনে দেন।
-
২০১৬ (টি-২০): স্বল্প রানের ম্যাচে বিরাট কোহলি ৪৯ রান করে ভারতকে জয় এনে দেন।
২৫ এর টুর্নামেন্ট পরিস্থিতি
-
ভারত: ৬ ম্যাচের মধ্যে ২ বার পাকিস্তানকে হারিয়েছে। ভারত এ টুর্নামেন্টে অপরাজিত।
-
পাকিস্তান: টুর্নামেন্টে তারা শুধু ভারতের কাছেই ২ বার হেরেছে।
এ ফাইনাল কেবল একটি ম্যাচ নয়। এটি ইতিহাস, ঐতিহ্য ও আবেগের লড়াই। ভারত জিতলে এটি হবে তাদের নবম এশিয়া কাপ শিরোপা। অন্যদিকে, পাকিস্তান তাদের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে নামবে। দুবাইয়ের মাঠে আরেকটি হাই-ভোল্টেজ লড়াই দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব।
দুই দলের স্কোয়াড
ভারত দল (অধিনায়ক: সূর্যকুমার যাদব): শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, রিঙ্কু সিং।
পাকিস্তান দল (অধিনায়ক: সালমান আলী আগা): ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মকিম।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।