Apan Desh | আপন দেশ

২ দশক পর গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:৫৩, ৫ অক্টোবর ২০২৫

২ দশক পর গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান

তারেক রহমান।

প্রায় দুই দশক পর প্রথম বারের মতো সাক্ষাৎকার দিতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া এ সাক্ষাৎকারে তিনি নির্বাচন, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।
 
দুই পর্বের এ সাক্ষাৎকারটি আগামী সোম ও মঙ্গলবার সকাল ৯টায় বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউবে প্রকাশ করা হবে।

রোববার (০৫ অক্টোবর) রাত সোয়া ৭টা দিকে বিবিসি নিউজ বাংলার ভেরিয়ায়েড ফেসবুক পেজে তারেক রহমানের ছবি পোস্ট করে এ তথ্য জানানো হয়। 

প্রসঙ্গত, প্রায় ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন তারেক রহমান। সেখান থেকে ভার্চ্যুয়ালি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। তবে এরমধ্যে সরাসরি কোনো গণমাধ্যমের প্লাটফর্মে কথা বলেননি তিনি। তাই তার সাক্ষাৎকারটি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে আগ্রহের সৃষ্টি করেছে।
 
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল হাইকোর্ট। ২০২৪ সালের ৫ আগস্টের পর সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। 

এর আগে ২০০৭ সালে এক/এগারোর সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর গ্রেফতার হন তারেক রহমান। ২০০৮ সালে জরুরি অবস্থার সময় কারামুক্ত হয়ে সপরিবারে লন্ডনে চলে যান। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে তার অনুপস্থিতিতে পাঁচ মামলায় সাজা দেয়া হয়। এছাড়াও দায়ের করা হয় শতাধিক মামলা। এছাড়াও তার বক্তব্য বিবৃতি প্রচারেও নিষেধাজ্ঞা দেয়া হয়। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়