
ফাইল ছবি
ঝটিকা মিছিল, নাশকতামুলক কর্মকাণ্ডের অভিযোগে সন্ত্রাস দমন আইনের আওতায় সাবেক দুই সংসদ সদস্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার দুই সংসদ সদস্য হলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও সংরক্ষিত সাবেক নারী এমপি (৩২৪) তামান্না নুসরাত বুবলী।
আরও পড়ুন<<>>বিএনপি পচনের নগ্ন প্রতিচ্ছবি সাবেক ইউনিয়নিস্ট বাবুল
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সাবেক এমপিসহ মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
গত বছর ৫ আগস্টে সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রী-এমপি, পুলিশ কর্মকর্তাসহ প্রভাবশালী ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। এরপর তাদের জুলাই আন্দোলন ঘিরে হত্যা, হত্যাচেষ্টার অভিযোগে বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।