Apan Desh | আপন দেশ

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭, ১ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৫১, ১ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

ছবি : আপন দেশ

আজ ০১ অক্টোবর (বুধবার) আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রবীণ মানুষ সমাজের জীবন্ত ইতিহাস, অভিজ্ঞতার ভান্ডার ও জ্ঞানের আলোকবর্তিকা। তারা শুধু পরিবার নয়, সমগ্র জাতির জন্য একটি ভিত্তি ও দিকনির্দেশনা। তাদের অবদানকে সম্মান জানাতে প্রতিবছর এ দিনে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ দিবসের মূল লক্ষ্য হলো প্রবীণদের সমস্যা, সম্ভাবনা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের সমস্যা ও প্রতিকারের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়। তার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর প্রতিবছর বিশ্বব্যাপী ০১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে-‘স্থানীয় ও বৈশ্বিক উদ্যোগে প্রবীণদের ভূমিকা: আমাদের আশা, আমাদের মঙ্গল, আমাদের অধিকার’। এ প্রতিপাদ্যের মূল বক্তব্য হচ্ছে– প্রবীণরা সমাজের নিষ্ক্রিয় সদস্য নন, তারা সক্রিয় অবদানকারী। তাদের আকাঙ্ক্ষা, সুস্থতা এবং অধিকারকে গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন<<>>আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

দেশে প্রবীণ জনগোষ্ঠী ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা এখনও পর্যাপ্ত নয়। আজ দিবসটি পালনের মাধ্যমে সমাজে প্রবীণদের প্রকৃত ভূমিকা এবং তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হবে।

প্রতিবছরের মতো বাংলাদেশ এবারের প্রবীণ দিবস পালন করতে পারছে না। কারণ এবারের প্রবীণ দিবসের দিনটি সনাতন ধর্মাবলম্বীদের পূজা উপলক্ষে সরকারি ছুটির দিন। প্রতিষ্ঠান বন্ধ। তাই এ দিবসটি সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৭ অক্টোবর উদযাপন করা হবে। প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম)। 

বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৭ অক্টোবর সকাল ১০টায় প্রবীণ হিতৈষী সংঘ থেকে সমাজসেবা অধিদফতর পর্যন্ত র‌্যালি হবে। সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের নেতৃত্বে এ র‌্যালিতে প্রবীণ ব্যক্তি ও প্রবীণকল্যাণে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। শেষে সমাজসেবা অধিদফতর মিলনায়তনে হবে আলোচনা।

দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের প্রবীণ নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়