
হাইকোর্ট। ফাইল ছবি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে দেশের সব রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে। এ আবেদনের শুনানি আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ আবেদন করা হয়।
এর আগে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও একজন ব্যক্তি চারটি পৃথক রিভিউ আবেদন করেন। জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বৃহস্পতিবার প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির জন্য মেনশন করলে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।
আরও পড়ুন>>>শেখ হাসিনার বিচারের দাবি নিয়ে ট্রাইব্যুনালে সুখরঞ্জন বালি
এ প্রসঙ্গে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের জানান, বিষয়ের গুরুত্ব বিবেচনায় এটি টপ আইটেম হিসেবে আগামী ২৬ আগস্ট শুনানির জন্য রাখা হয়েছে। অ্যাটর্নি জেনারেলসহ সব পক্ষকে জানানো হয়েছে, যেন সবাই শুনানির জন্য প্রস্তুত থাকতে পারেন।
১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। এ ব্যবস্থার অধীনে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশের বেশি আসন জিতে ক্ষমতায় আসে। তবে ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে। এরপর ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। পরদিন ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পর আওয়ামী লীগের অধীনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রতিটি নির্বাচনই নানা অনিয়ম ও ‘একতরফা ভোট’ করা হয়।
গত ১৭ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দেন। ফলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এর আগে বলেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেছে। বৈঠকগুলোতে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো, গঠন ও এখতিয়ার নিয়েও আলোচনা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।