Apan Desh | আপন দেশ

জাবেদ-মনিরুলসহ সাবেক ৫ পুলিশ কর্তার বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৭, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:৫৮, ১৮ আগস্ট ২০২৫

জাবেদ-মনিরুলসহ সাবেক ৫ পুলিশ কর্তার বিরুদ্ধে পরোয়ানা

এ কে এম জাবেদ পাটোয়ারী ও মনিরুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের সাবেক পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতারি পরোয়ানা পাওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম জাবেদ পাটোয়ারী। আছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলামও।

সোমবার  (১৮ আগস্ট) সকালে এ পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। অভিযোগ করা হয়েছে—২০১৬ সালে গাজীপুরের জয়দেবপুরে সাত যুবককে ‘জঙ্গি সাজিয়ে’ হত্যায় তারা জড়িত ছিলেন।

আরও পড়ুন>>>ধানমন্ডির বিতর্কিত সম্পত্তিতে স্থিতাবস্থা হাইকোর্টের

ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম এইচ তামিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসিকিউশন জানায়, জঙ্গি সাজিয়ে হত্যা করা ৭ জনের মধ্যে একজন মাদরাসা ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে ট্রাইব্যুনালের তদন্ত দল।

প্রসিকিউশনের তদন্তে উঠে আসে, ২০১৬ সালে দেশের বিভিন্ন জায়গা থেকে সাত মাদরাসা ছাত্রকে ধরে গাজীপুরের জযদেবপুর এলাকার একটি বাড়ির দোতালায় দুই মাস আটকে রাখা হয। পরে ৮ অক্টোবর তাদের গাজীপুর মহানগরীর বিভিন্ন জায়গায় নিয়ে জঙ্গি সাজিয়ে অভিযানের নামে হত্যা করা হয়। এতে অংশ নেয় সিটিটিসি, র‍্যাব, সোয়াট ও পুলিশ সদস্যরা। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়