Apan Desh | আপন দেশ

সুপ্রিম কোর্টের বিচারকাজ চলবে ১৭ ও ২৪ মে

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫, ১২ মে ২০২৫

আপডেট: ২২:২৫, ১২ মে ২০২৫

সুপ্রিম কোর্টের বিচারকাজ চলবে ১৭ ও ২৪ মে

ফাইল ছবি।

সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে আগামী ১১ ও ১২ জুন সুপ্রিম কোর্টেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ঈদের আগে ১৭ ও ২৪ মে (শনিবার) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ খোলা থাকবে বলে জানানো হয়েছে।

সোমবার (১২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরওপড়ুন<<>>বিডিআরের ৪০ জওয়ানের জামিন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালত ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি। দাফতরিক কাজের স্বার্থে শনিবার (১৭ মে) ও শনিবার (২৪ মে ) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ অবস্থায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে দাফতরিক ও বিচারিক কার্যক্রম চলমান থাকবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়