Apan Desh | আপন দেশ

বাইডেনের কুকুরের কান্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ২৬ জুলাই ২০২৩

আপডেট: ১৪:৫০, ২৬ জুলাই ২০২৩

বাইডেনের কুকুরের কান্ড

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর ‘কমান্ডার’কে নিয়ে নতুন করে বিড়ম্বনায় পড়েছেন। কমান্ডার যাকে-তাকে কামড়ে বেড়াচ্ছে। কমান্ডারের কামড়ে এক ভুক্তভোগীকে হাসপাতালেও যেতে হয়েছে।

২০২১ সালে ছোট্ট কমান্ডারকে হোয়াইট হাউসে আনেন বাইডেন। জার্মান শেফার্ড কুকুরটির বয়স প্রায় দুই বছর। বাইডেনের ভীষণ প্রিয় কমান্ডার। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত কয়েক মাসে অন্তত ১০ জনকে কামড়েছে কুকুরটি। এই পরিস্থিতিতে কমান্ডারের আচরণ সংশোধনে প্রশিক্ষণ দেয়া হবে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৩৪

সিএনএন জানাচ্ছে, হোয়াইট হাউসে কমান্ডারের কামড় খেয়েছেন সিক্রেট সার্ভিসের এক সদস্যও। ওই সময় ফার্স্ট লেডি জিল বাইডেন পোষা কুকুরটিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। সিক্রেট সার্ভিসের একজন সদস্যের পাঠানো ই-মেইলের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

জিল বাইডেনের যোগাযোগবিষয়ক পরিচালক সংবাদমাধ্যমকে বলেন, অনেক সময় হোয়াইট হাউসের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পোষা প্রাণীগুলোর সমস্যা হয়। এখানকার চাপ তারা নিতে পারে না। তখন কিছুটা খ্যাপাটে আচরণ করে। এই পরিস্থিতিতে পোষা কুকুরটিকে প্রশিক্ষণ দিতে কর্মী প্রস্তুত করা হচ্ছে।

অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে সবার জন্য আরও ভালো করার উপায় নিয়ে কাজ করছে বাইডেন পরিবার। এ ছাড়া কমান্ডারের চলাফেরা, দৌড়ানোর জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হচ্ছে।
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়