Apan Desh | আপন দেশ

জাপান

৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:৫১, ৬ জানুয়ারি ২০২৬

৬.২ মাত্রার ভূমিকম্প

ছবি : আপন দেশ

জাপানের পশ্চিমাঞ্চলের চুগোকু অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পর বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই বলে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) নিশ্চিত করেছে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

জেএমএ জানিয়েছে, ভূমিকম্পটির মূল কেন্দ্রস্থল ছিল শিমানে প্রিফেকচারের পূর্বাঞ্চলে। কম্পনের পর আরও কয়েকটি উল্লেখযোগ্য আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩২ কিলোমিটার (২০ মাইল) দূরে শিমানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবস্থান রয়েছে। যা জাপানের  চুগোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি পরিচালনা করেন। কোম্পানির এক মুখপাত্র বলেছেন, কেন্দ্রটির ২ নম্বর ইউনিটে ভূমিকম্পের কোনো প্রভাব পড়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

আরও পড়ুন : আমি নির্দোষ, কোনো অপরাধ করিনি : মার্কিন আদালতকে মাদুরো

জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটিতে কোনও ধরনের অনিয়ম বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের প্রভাব নিয়ে ওয়েস্ট জাপান রেলওয়ে জানিয়েছেন, শিন-ওসাকা থেকে হাকাতা পর্যন্ত শিনকানসেন বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে স্বাভাবিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়