ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করে একটি বিচক্ষণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটি যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (০৩ জানুয়ারি) রাতে ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ট্রাম্প জানান, একই দিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে মার্কিন সেনারা। দ্রুত ও সুনির্দিষ্ট অভিযানের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। এতে মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অভিযানের সময় ভেনেজুয়েলার সেনাদের উপস্থিতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন<<>>যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে চলছে নানা সমীকরণ
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলার সামরিক সক্ষমতাকে অকার্যকর করে দেয়া সম্ভব হয়েছিল। তার বক্তব্য অনুযায়ী, অভিযানের সময় কিছু সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। তিনি আরও উল্লেখ করেন, বিশেষ কৌশলের মাধ্যমে রাজধানী কারাকাসের বড় অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অভিযানটি নির্বিঘ্নে সম্পন্ন হয়।
প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, প্রয়োজন দেখা দিলে ভেনেজুয়েলায় আরও বড় সামরিক পদক্ষেপ নেয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তবে তার মতে, বর্তমান অভিযান সফল হওয়ায় এবং মাদুরো আটক থাকায় নতুন করে হামলার সম্ভাবনা আপাতত নেই।
এদিকে, ট্রাম্প জানান, আটক নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার আওতায় আনার প্রস্তুতি নেয়া হচ্ছে। ভেনেজুয়েলায় পরবর্তী রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ কীভাবে এগোবে, সে বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন ওয়াশিংটনের দিকে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































