Apan Desh | আপন দেশ

ইমরান খান-স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮, ২০ ডিসেম্বর ২০২৫

ইমরান খান-স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি

দুর্নীতির একটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় মূল্যবান উপহার অবৈধভাবে রেখে দেওয়া ও বিক্রি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় শনিবার (২০ ডিসেম্বর) এ রায় দেয়া হয়।

দীর্ঘ কয়েক বছর ধরে চলা এ মামলার নিষ্পত্তি হলো এ রায়ের মাধ্যমে। অভিযোগ ছিল, ইমরান খান দম্পতি সৌদি আরব সরকারের দেয়া গয়নাসহ বিভিন্ন রাষ্ট্রীয় উপহার বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে বিক্রি করেছেন। তবে তারা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

পাকিস্তানের আইন অনুযায়ী, বিদেশি রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া উপহার নিজের কাছে রাখতে চাইলে সরকারি কর্মকর্তাদের তা বাজারমূল্যে কিনতে হয়। পরে বিক্রি করলে সে লাভ ঘোষণা করতে হয়।

কিন্তু প্রসিকিউশন পক্ষের দাবি, ইমরান খান ও তার স্ত্রী উপহারগুলো মাত্র ১০ হাজার ডলারে কিনেছিলেন, যেখানে সেগুলোর প্রকৃত বাজারমূল্য ছিল প্রায় ২ লাখ ৮৫ হাজার ৫২১ ডলার। পরে সেগুলো বিক্রি করে তারা লাভবান হন।

রায়ের পর ইমরান খানের সমর্থকেরা দ্রুত ক্ষোভ প্রকাশ করেন। তার মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, ইচ্ছাকৃত অপরাধ, লাভ বা ক্ষতির কোনো প্রমাণ ছাড়াই শুধু নিয়মের পূর্বের ব্যাখ্যা বদলে দিয়ে ফৌজদারি দায় চাপানো হয়েছে।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিচারপ্রক্রিয়াকে ‘প্রহসন’ বলে অভিহিত করে। মামলাটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনও সমালোচনা করে।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময় অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি।

২০২৩ সালের আগস্ট থেকে দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের বিভিন্ন অভিযোগে তিনি কারাবন্দি রয়েছেন। এসব অভিযোগকে তিনি বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি খালাসও পেয়েছেন।

খেলোয়াড়ি জীবনের সোনালি সময়ে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ক্রিকেটার ছিলেন ইমরান খান। এখনো তিনি পাকিস্তানে জনপ্রিয়, আর তার কারাবাসের প্রতিবাদে গত দুই বছর ধরে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে।

বর্তমানে ইমরান খান রাওয়ালপিন্ডি শহরের একটি কারাগারে বন্দি আছেন ও তাকে ‘সব সময় ভেতরে আটকে রাখা হচ্ছে’, বলে চলতি মাসের শুরুতে সাংবাদিকদের জানান তার বোন উজমা খানুম।

চিকিৎসক উজমা খানুম বলেন, কয়েক সপ্তাহ পর তিনিই প্রথম পরিবারের সদস্য হিসেবে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পান। তিনি জানান, এ বিচ্ছিন্নতার কারণে ইমরান খান ‘ভীষণ ক্ষুব্ধ’ এবং কারাবাসের এ ‘মানসিক নির্যাতনকে’ তিনি ‘শারীরিক নির্যাতনের চেয়েও ভয়াবহ’ বলে মনে করছেন। সূত্র: আল জাজিরা

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়