Apan Desh | আপন দেশ

ইমরান খান

ইমরান খান-স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড

ইমরান খান-স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড

দুর্নীতির একটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় মূল্যবান উপহার অবৈধভাবে রেখে দেওয়া ও বিক্রি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় শনিবার (২০ ডিসেম্বর) এ রায় দেয়া হয়। দীর্ঘ কয়েক বছর ধরে চলা এ মামলার নিষ্পত্তি হলো এ রায়ের মাধ্যমে। অভিযোগ ছিল, ইমরান খান দম্পতি সৌদি আরব সরকারের দেয়া গয়নাসহ বিভিন্ন রাষ্ট্রীয় উপহার বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে বিক্রি করেছেন। তবে তারা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। পাকিস্তানের আইন অনুযায়ী, বিদেশি রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া উপহার নিজের কাছে রাখতে চাইলে সরকারি কর্মকর্তাদের তা বাজারমূল্যে কিনতে হয়। পরে বিক্রি করলে সে লাভ ঘোষণা করতে হয়। কিন্তু প্রসিকিউশন পক্ষের দাবি, ইমরান খান ও তার স্ত্রী উপহারগুলো মাত্র ১০ হাজার ডলারে কিনেছিলেন, যেখানে সেগুলোর প্রকৃত বাজারমূল্য ছিল প্রায় ২ লাখ ৮৫ হাজার ৫২১ ডলার। পরে সেগুলো বিক্রি করে তারা লাভবান হন।

০৭:৫৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

পাকিস্তানে ক্ষমতায় আসছেন নওয়াজ-বিলাওয়াল!

পাকিস্তানে ক্ষমতায় আসছেন নওয়াজ-বিলাওয়াল!

পাকিস্তানের সাধারণ পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলেও পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। সর্বশেষ প্রকাশিত ফলাফলে এটুকু প্রায় নিশ্চিৎ এককভাবে সরকার গড়তে প্রয়োজনীয় আসন কোনো দলই পাচ্ছে না। এ পরিস্থিতিতে জোট সরকার গড়তে ঐকমত্যে পৌঁছেছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পিএমএলএন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল। আর পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টার সন্তান।

১২:৫৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার

ইমরান সমর্থিত স্বতন্ত্ররাই এগিয়ে

ইমরান সমর্থিত স্বতন্ত্ররাই এগিয়ে

রেকর্ড মূল্যস্ফীতি, বেকারত্ব আর নিরাপত্তাসহ নানামুখী সংকটে জর্জরিত পাকিস্তান। এর মধ্যেই জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। এর ২৪ ঘণ্টা পারও হয়েছে। এখনও পূর্ণাঙ্গ ফলাফল আসেনি। এর মাধ্যমেই দেশটির ক্ষমতায় বসবে নতুন সরকার। আগামী পাঁচ বছরের জন্য। দেশটির ভোটর সংখ্যা প্রায় ১৩ কোটি। যার একটা বড় অংশ তরুণরা। তবে পাকিস্তানের জনপ্রিয় নেতা ইমরান খান কারাবন্দি থাকায় নির্বাচন উৎসবমুখর হচ্ছে না। বেশ অস্বস্তিতেই রয়েছেন সেখানকার নাগরিকরা। দেশটির রাজনীতি এতটাই মেরুকরণ হয়ে গেছে যে, এ নিয়ে মতানৈক্যের ঘটনায় নিজের সন্তানকে পর্যন্ত হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

০৫:২৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার

ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড

ইমরান খানের ১০ বছরের কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদকেও একই সাজা দেয়া হয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট অবশ্য এই মামলায় তাদের বিচার বাতিল, এবং অকার্যকর ঘোষণা করেছিলেন। গত এপ্রিলে সংসদে অনাস্থার মাধ্যমে প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। বর্তমানে একটি দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি। পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পিটিআই তাদের দলীয় প্রতীকে অংশ নিতে পারবে না। এছাড়া নিষিদ্ধ করা হয়েছে ইমরান খানকেও। এবার নতুন করে কারাদণ্ডের আদেশ দেয়া হলো তার বিরুদ্ধে।

০৪:২৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা