Apan Desh | আপন দেশ

পাকিস্তানের বিমান হামলায় ১০ আফগান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৪, ২৫ নভেম্বর ২০২৫

পাকিস্তানের বিমান হামলায় ১০ আফগান নিহত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী। এ হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। মঙ্গলবার (২৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, সোমবার মধ্যরাতে খোস্তের গরবুজ জেলায় এ হামলা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী । সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে তিনি বলেন, কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা বিস্ফোরণে ৯ শিশু ও একজন নারী নিহত হয়েছেন। শিশুদের মধ্যে পাঁচজন ছেলে এবং চারজন মেয়ে। হামলায় বাড়িটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুন<<>>জেগে উঠেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, শঙ্কায় ভারত

মুজাহিদ আরও অভিযোগ করেন, শুধু খোস্ত নয়—উত্তরপূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে তার দাবি।

আফগানিস্তানের তালেবান প্রশাসন এ হামলাকে বিপজ্জনক উসকানি বলে দাবি করেছে। একইসঙ্গে পাকিস্তানকে এ ধরনের আক্রমণ বন্ধের আহবান জানিয়েছে।

তবে অভিযোগের বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। আফগান কর্তৃপক্ষের অভিযোগ ও পাকিস্তানের নীরব প্রতিক্রিয়া—উভয়ই অঞ্চলটিতে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে বলে পর্যবেক্ষকদের মত।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়