Apan Desh | আপন দেশ

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের হামলা ইসরায়েলের নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬, ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:৫৬, ২৩ নভেম্বর ২০২৫

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ফের হামলা ইসরায়েলের নিহত ২৪

ছবি: সংগৃহীত

প্রায় দুই বছর ধরে গাজায় নৃশংস গণহত্যার পর যুদ্ধ বিরতির কার্যকর হয়েছে। কিন্তু এ চুক্তি মানছে না দখলদার বাহিনী। ইসরায়েলি সেনারা প্রতিনিয়ত লঙ্ঘন করে যাচ্ছে যুদ্ধ বিরতি। তারই ধারাবাহিকতায় অবরুদ্ধ ভূখণ্ডটিতে আবারও তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। 

এসব হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ৮৭ জন। রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার প্রশাসন বলছে, ছয় সপ্তাহ ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতির আরেকটি সুস্পষ্ট লঙ্ঘন। নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে শিশুও রয়েছে। আহত হন ৮৭ জন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৪৯৭ বার তা লঙ্ঘন করেছে। এসব হামলায় ৩৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক।

আরও পড়ুন<<>>পাকিস্তানে গ্লু তৈরির কারখানায় বিস্ফোরণে ১৬ জন নিহত

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির একটি গাড়িতে। এরপর মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা হয়। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হন বলে জানান আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না।

এছাড়া দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। সেখানে থাকা খলিল আবু হাতাব বলেন, হামলার সময় ভয়াবহ বিস্ফোরণ হয়।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনীর এ ধরনের ধারাবাহিক ও গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির সুস্পষ্ট বিরোধী।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যোদ্ধা সেনাদের ওপর হামলা করলে এর প্রতিক্রিয়ায় তারা অভিযান চালিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, ইসরায়েল পাঁচজন সিনিয়র হামাস যোদ্ধাকে হত্যা করেছে।

হামাস এখনও নিহত এসব সদস্যের বিষয়ে মন্তব্য করেনি।

এছাড়া এদিন হামলার মধ্যেই হামাস অভিযোগ করে, ইসরায়েল মনগড়া অজুহাতে যুদ্ধবিরতি ভঙ্গ করছে। তারা যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারকে দ্রুত হস্তক্ষেপের আহবান জানায়। আমরা মধ্যস্থতাকারীদের জরুরি হস্তক্ষেপের আহবান জানাই। যুক্তরাষ্ট্রকে তার আশ্বাস বাস্তবায়নে এগিয়ে আসতে হবে এবং যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে বাধ্য করতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়