ছবি সংগৃহীত
পাকিস্তানে আঠা তৈরির একটি ফ্যাক্টরিতে বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও সাতজন। বিস্ফোরণের পর ফ্যাক্টরিতে ধসের ঘটনা ঘটে। এছাড়া বিস্ফোরণের প্রভাবে আশপাশের বাড়িতে আগুন লেগে অনেকে হতাহত হন।
নিহতদের মধ্যে বেশিরভাগই আশপাশের বাড়ির বাসিন্দা ছিলেন। এদের মধ্যে ছয়জনই শিশু।
শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে পাঞ্জাব প্রদেশের লাহোরের ফয়সালাবাদের ওই গ্লু তৈরির ফ্যাক্টরিতে আগুন লাগে। ফয়সালাবাদের কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফ্যাক্টরির রাসায়নিকের গুদামে গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর ফ্যাক্টরির ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পর পর মালিক পালিয়ে গেছেন। তাকে গ্রেফতার চেষ্টা চলছে। বিস্ফোরণের শক্তি এতই বেশি ছিল যে এটির প্রভাবে ফ্যাক্টরিসহ আশপাশের কয়েকটি বাড়ির ছাদ উড়ে যায়। এরমধ্যে তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণস্থলের ধ্বংসস্তূপ থেকে অনেককে টেনে বের করতে দেখা গেছে উদ্ধারকারীদের। যে সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































