ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশে-বিদেশে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয়েছে। রায়ের পর এক প্রতিক্রিয়ায় ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন এ রায় কার্যকর হবে না।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভেন্দু দাবি করেন, এ রায় ‘পাকিস্তানের নির্দেশে’ দেয়া হয়েছে।
তিনি বলেন, এটা পাকিস্তানের নির্দেশেই করা হয়েছে। এটা কার্যকর হবে না। শেখ হাসিনা অন্য দেশের নাগরিক হলেও তিনি বাঙালি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত। তিনি একজন প্রগতিশীল মুসলমান। তিনি কখনো চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না।
আরও পড়ুন<<>>‘ভারতে আমার মা নিরাপদে আছেন, তার কিছুই হবে না’
এদিকে, একই দিনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া এ রায় পর্যবেক্ষণ করেছে। বিবৃতিতে বলা হয়, ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়ে আসছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভারত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় লক্ষ্য করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমরা সব সময় বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যাব।
রায় ঘোষণার পর বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক রাজনীতিতে যে আলোচনার সৃষ্টি হয়েছে, ভারতীয় রাজনৈতিক মহলের এসব বিবৃতি তাতে নতুন মাত্রা যোগ করেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































