Apan Desh | আপন দেশ

ফের গাজায় হামলার ঘোষণা ইসরায়েলের, ৫ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৫:৫৯, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:৫৬, ১৪ অক্টোবর ২০২৫

ফের গাজায় হামলার ঘোষণা ইসরায়েলের, ৫ ফিলিস্তিনিকে হত্যা

সংগৃহীত ছবি

অবশিষ্ট জিম্মিদের মুক্তির পর ইসরায়েল আবারও গাজায় সামরিক অভিযান শুরু করবে। এ ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। কাটজ বলেন, জিম্মিদের মুক্তির মাধ্যমে চুক্তির প্রথম ধাপ শেষ হলে, ইসরায়েল হামাসকে ধ্বংস করার জন্য তাদের সামরিক অভিযান পুনরায় শুরু করবে।

তিনি আরও বলেন, জিম্মিদের ফিরিয়ে আনার পর ইসরায়েলের বড় চ্যালেঞ্জ হবে গাজায় হামাসের সব সন্ত্রাসী সুড়ঙ্গ ধ্বংস করা- সরাসরি আইডিএফের মাধ্যমে ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, তত্ত্বাবধানে এ কাজটি সম্পন্ন করা হবে।

আরও পড়ুন>>>ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে বাধার মুখে ট্রাম্প

এদিকে এখন থেমে নেই ইসরাইলি বর্বরতা। বন্দি বিনিময় কার্যকরের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে গাজায় আবারও হামলা চালিয়েছে দখলদার নেতানিয়াহু বাহিনী। উপত্যকার শুজাইয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) টাইমস অব ইসরাইল জানিয়েছে, ফিলিস্তিনিদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা সিটির পূর্বে শুজাইয়া এলাকায় অবস্থান করছিল ইসরাইলি সেনারা। মঙ্গলবার সকালে পাঁচ ফিলিস্তিনি নির্দিষ্ট সীমার রেখা অতিক্রম করে।
 
ইসরাইলি বাহিনী আরও জানায়, সন্দেহভাজনদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলে তারা অস্বীকৃতি জানায়। এসময় হুমকি বিবেচনায় আইডিএফ গুলি চালায়।
 
এক বিবৃতিতে আইডিএফ গাজার বাসিন্দাদের যুদ্ধবিরতি চুক্তির নির্দেশ অনুসরণ ও টহলরত সৈন্যদের কাছে না যাওয়ার আহবান জানিয়েছে।
  
আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়