Apan Desh | আপন দেশ

গাজায় যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব ট্রাম্পের, রাজি নন হামাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১২:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২৫

গাজায় যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব ট্রাম্পের, রাজি নন হামাস

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল এবং সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এখন হামাসের অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, হামাস যদি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে গাজায় হামলার তীব্রতা বাড়াবে ইসরায়েল।

অপরদিকে, হামাস যদি প্রস্তাবে রাজি হয় তাহলে ৭২ ঘণ্টার মধ্যে তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেবে। এরপর হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে এবং সব অস্ত্র ফেলে দিয়ে নিজেদের নিরস্ত্রীকরণ করতে হবে। শুধু হামাস নয়, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী পুরো গাজাকেই নিরস্ত্র করা হবে।

আরওপড়ুন<<>>গাজা যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

তবে ট্রাম্পের এ প্রস্তাবের এখনও আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি হামাস। সশস্ত্র এ গোষ্ঠীর এক উচ্চপদস্থ নেতা সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, তারা ট্রাম্পের প্রস্তাব লিখিত আকারে পাননি। প্রস্তাবটি পেলে এটি পর্যালোচনা করা হবে।

তিনি জানিয়েছেন, গাজায় হত্যাযজ্ঞ বন্ধ, ইসরায়েলি সেনাদের গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার, যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং ফিলিস্তিনিদের স্বার্থ সুরক্ষিত করে এমন যেকোনো প্রস্তাবে তারা রাজি। 

তবে অস্ত্র সমর্পণের ক্ষেত্রে তারা রাজি নন। যতদিন ইসরায়েলি দখলদারিত্ব থাকবে, ততদিন এ অস্ত্র তাদের কাছে আপসহীন।

তিনি আরও বলেছেন, অস্ত্রের বিষয়টি নিয়ে তখনই আলোচনা করা যাবে, যখন এমন একটি কাঠামো তৈরি হবে, যেটি নিশ্চয়তা দেবে ১৭৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে। সূত্র : বিবিসি

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়