হামাসের জিম্মিদশা থেকে ফিরে নিজ বাসায় ধর্ষণের শিকার তরুণী
মিয়া শেম। বয়স ২২। কিন্তু এ ২২ বছর বয়সে দেখেছেন জীবনের বীভত্স রূপ। কর্কশতম অভিজ্ঞতার সাক্ষ বহন করছে তার শরীর, তার মন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাস যাদের জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল, তাদের একজন তিনি। ২২ বছরের মিয়া সেদিন ইসরাইলে নোভা মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির যোদ্ধাদের গুলিতে আহত হন। গুলি তার হাতে লেগেছিল।
০৬:২০ পিএম, ৬ মে ২০২৫ মঙ্গলবার