Apan Desh | আপন দেশ

‘ভারতের স্থায়ী বন্ধু-শত্রু নেই, সবার আগে দেশের স্বার্থ’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ৩০ আগস্ট ২০২৫

‘ভারতের স্থায়ী বন্ধু-শত্রু নেই, সবার আগে দেশের স্বার্থ’

রাজনাথ সিং। ছবি: সংগৃহীত

ভারতের কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, দেশের স্বার্থ সবার আগে। বলেছেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যুক্তরাষ্ট্রের শুল্ক উত্তেজনার মধ্যে রাজনাথ সিংয়ের এমন কড়া মন্তব্য আন্তর্জাতিক রাজনীতি ও দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির আঙ্গিকে যেন নতুন বার্তা দিল। 

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্থায়ী বন্ধু বা শত্রু নেই, কেবল স্থায়ী স্বার্থ। ভারত কাউকে তার শত্রু মনে করে না। কিন্তু তার জনগণের স্বার্থের সঙ্গে আপস করবে না।

তিনি বলেন, ২০১৪ সালে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত জিনিসপত্র রফতানির ক্ষেত্রে বাজার ছিল ৭০০ কোটি টাকারও কম। কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার কোটি। এর ফলে স্পষ্ট যে, ভারত আর শুধুমাত্র ক্রেতা নয়, বরং রফতানির ক্ষেত্রেও অন্যতম শক্তি হয়ে উঠেছে।

আরওপড়ুন<<>>ট্রাম্প আরোপিত অধিকাংশ শুল্কই অবৈধ: মার্কিন আদালত

প্রতিরক্ষা খাতে ভারত স্বয়ংসম্পূর্ণ হবার পথে উল্লেখ করে রাজনাথ সিং বলেন, আত্মনির্ভরতার আলোকে ভারত এখন সমস্ত যুদ্ধজাহাজ দেশেই তৈরি করছে। নৌবাহিনীও অন্য কোনো দেশ থেকে যুদ্ধজাহাজ না কিনে নিজ দেশেই তৈরি করার প্রতিশ্রুতি দিচ্ছে।

উল্লেখ্য, ভারতীয় পণ্যের উপরে যখন ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে সময়ে রাজনাথের এমন মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগেই তিনি নাম উল্লেখ না করে ট্রাম্পের উদ্দেশে বলেছিলেন, ভারতের উন্নতি সহ্য করতে পারছেন না অনেকেই। সূত্র: হিন্দুস্তান টাইমস

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়