
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলের জন্য অস্ত্র বহনকারী সৌদি আরবের একটি জাহাজ ইতালির জেনোয়া বন্দরে আটকে দিয়েছেন ডকইয়ার্ডের শ্রমিকরা। বাহরি ইয়ানবু নামের এ জাহাজটি শুক্রবার (৮ আগস্ট) বন্দরে পৌঁছায়। পরিকল্পনা ছিল, জেনোয়া থেকে অস্ত্র বোঝাই করে তা আবুধাবিতে নেয়া হবে।
এমনই তথ্য জানা গেছে ইতালীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে। বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি জাহাজ কোম্পানি বাহরি পরিচালিত জাহাজ বাহরি ইয়ানবু সম্প্রতি মেরিল্যান্ডের বাল্টিমোর থেকে জেনোয়ায় পৌঁছায়। ইতালীয় অস্ত্র প্রস্তুতকারক লিওনার্দোর সামরিক সরঞ্জাম বোঝাই করার কথা ছিল জাহাজটিতে। অস্ত্রগুলোর মধ্যে ট্যাঙ্ক ছাড়াও বিভিন্ন ভারি অস্ত্র ছিল। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ডকইয়ার্ডের ৪০ জন কর্মী ওই জাহাজে উঠলে ওই অস্ত্র ও গোলাবারুদ নজরে পড়ে তাদের।
আরওপড়ুন<<>>কুয়েতে ১০ প্রবাসী নিহত
বাহরির পক্ষ থেকে অবশ্য ইসরায়েলে অস্ত্র পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়ে জাহাজ কোম্পানিটি দাবি করে, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
বিবৃতিতে ফিলিস্তিনিদের স্বার্থে সৌদি আরবের প্রতিষ্ঠিত নীতির পাশাপাশি সামুদ্রিক পরিবহন নিয়ন্ত্রণকারী সমস্ত স্থানীয় ও আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধতারও ওপর জোর দিয়েছে কোম্পানিটি।
বাহরি জোরালোভাবে বলেছে, তারা কখনও ইসরায়েলে কোনো পণ্য বা চালান পরিবহন করেনি। কোনোভাবেই এ ধরনের কোনো অভিযানে জড়িত ছিল না। তাদের সমস্ত কার্যক্রমে কঠোর তদারকি চলে। এমনকি এ ধরনের যেকোনো দাবির বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নিতেও প্রস্তুত।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।