Apan Desh | আপন দেশ

কংগ্রেস নেতা রাহুল-প্রিয়াঙ্কা আটক

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৪:৪৪, ১১ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:৪৩, ১১ আগস্ট ২০২৫

কংগ্রেস নেতা রাহুল-প্রিয়াঙ্কা আটক

ছবি সংগৃহীত

ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। সোমবার (১১ আগস্ট) ভারতের দিল্লিতে নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে সংসদ থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে পদযাত্রার সময় তাদের আটক করা হয়।

আটকের পর রাহুল গান্ধী বলেন, আসলে আমরা কথা বলতে পারি না, এটাই সত্য। এ লড়াই রাজনৈতিক নয়। এটি সংবিধান বাঁচানোর লড়াই। এটি এক ব্যক্তি এক ভোটের লড়াই। তাই আমরা একটি পরিষ্কার ভোটার তালিকা চাই।

রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডিম্পল যাদব, মহুয়া মাজি, সঞ্জয় রাউত, রণদীপ সুরজেওয়ালা এবং কেসি ভেনুগোপালসহ অনেক বিরোধী এমপি প্রতিবাদ এ মিছিলে অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন<<>>এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার

এদিকে প্রতিবাদস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মী রাস্তায় বসে আছেন। হাতে ব্যানার ও পতাকা নেড়ে স্লোগান দিচ্ছেন। অনেককে পুলিশের ব্যারিকেডের সামনে ধাক্কাধাক্কি করতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের সরিয়ে নেয়া হয়েছে। তবে বিরোধী দলীয় নেতারা অভিযোগ করেছেন, সরকার নির্বাচনী কমিশনকে প্রভাবিত করছে এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়