Apan Desh | আপন দেশ

সামরিক বাহিনীর জন্য ২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ১০ আগস্ট ২০২৫

সামরিক বাহিনীর জন্য ২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত

ছবি: সংগৃহীত

সামরিক বাহিনীর জন্য ২০০টি হালকা বহুমুখী আধুনিক হেলিকপ্টার (এলইউএইচ) কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর ‘আরমি অ্যাভিয়েশন কোর’ এবং ৮০টি যাবে বিমানবাহিনীর ঘরে।

এ হেলিকপ্টারগুলো দিন-রাতের ঝটিকা অভিযান, সীমান্ত নজরদারি, সৈন্য ও সরঞ্জাম পরিবহণ, সমরাস্ত্র ও আহতদের দ্রুত বহন, অনুসন্ধান ও উদ্ধারে এবং দুর্যোগে অসামরিক সহায়তায় ব্যবহৃত হবে।

মূলত পাঁচ দশক ধরে থাকা পুরোনো চেতক ও চিতা হেলিকপ্টারগুলোকে সময়োপযোগী বদলে ফেলার জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে। পুরোনো মডেলগুলো আধুনিক যুদ্ধ ও উচ্চ পারফরম্যান্সের অঞ্চল লাদাখ বা সিয়াচেনের মতো এলাকায় তেমনভাবে কাজে আসছে না।

আরওপড়ুন<<>>২১ অনাহারী ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

শুরুতেই প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ‘রিকোয়েস্ট ফর ইনফরমেশন’ (RFI) জারি করেছে। এ প্রাথমিক তথ্য সংগ্রহের ধাপ আগামী ২২ অগাস্টের মধ্যে শেষ করা হবে। তারপর ধাপে ধাপে নির্মাতাদের সঙ্গে দরপত্র ও আলোচনার কাজ শুরু হবে।

প্রথমে রাশিয়ার Kamov Ka-226T নিয়ে চিন্তা-ভাবনা করলেও এখন ভারতীয় হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর তৈরি LUH-ও বিবেচনায় নিয়েছে মন্ত্রণালয়। বিশেষ করে ‘মেক ইন ইন্ডিয়া’ ও প্রযুক্তি হস্তান্তরের দিক মাথায় রেখে এ সিদ্ধন্ত নিয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে কেবল বাজারজাতকরণ ও চালু করার সময়সীমা চূড়ান্ত হওয়া বাকি।

সরকারি সূত্র বলছে, ধাপে ধাপে ইন্ডাকশন শুরু হতে পারে। আর পুরো পরিবর্তন সম্পূর্ণ হতে কয়েক বছর সময় লাগবে। পুরোনো চেতক-চিতার যুগ শেষ করে ভারতীয় সেনা ও বিমানবাহিনী এখন দ্রুতগতির আধুনিক, বহুমুখী হেলিকপ্টার পাচ্ছে। যা সীমান্তে অভিযানে ও উদ্ধারকাজে বড় ভূমিকা রাখবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়