Apan Desh | আপন দেশ

সামরিক বাহিনীর জন্য ২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ১০ আগস্ট ২০২৫

সামরিক বাহিনীর জন্য ২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত

ছবি: সংগৃহীত

সামরিক বাহিনীর জন্য ২০০টি হালকা বহুমুখী আধুনিক হেলিকপ্টার (এলইউএইচ) কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর ‘আরমি অ্যাভিয়েশন কোর’ এবং ৮০টি যাবে বিমানবাহিনীর ঘরে।

এ হেলিকপ্টারগুলো দিন-রাতের ঝটিকা অভিযান, সীমান্ত নজরদারি, সৈন্য ও সরঞ্জাম পরিবহণ, সমরাস্ত্র ও আহতদের দ্রুত বহন, অনুসন্ধান ও উদ্ধারে এবং দুর্যোগে অসামরিক সহায়তায় ব্যবহৃত হবে।

মূলত পাঁচ দশক ধরে থাকা পুরোনো চেতক ও চিতা হেলিকপ্টারগুলোকে সময়োপযোগী বদলে ফেলার জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে। পুরোনো মডেলগুলো আধুনিক যুদ্ধ ও উচ্চ পারফরম্যান্সের অঞ্চল লাদাখ বা সিয়াচেনের মতো এলাকায় তেমনভাবে কাজে আসছে না।

আরওপড়ুন<<>>২১ অনাহারী ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

শুরুতেই প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ‘রিকোয়েস্ট ফর ইনফরমেশন’ (RFI) জারি করেছে। এ প্রাথমিক তথ্য সংগ্রহের ধাপ আগামী ২২ অগাস্টের মধ্যে শেষ করা হবে। তারপর ধাপে ধাপে নির্মাতাদের সঙ্গে দরপত্র ও আলোচনার কাজ শুরু হবে।

প্রথমে রাশিয়ার Kamov Ka-226T নিয়ে চিন্তা-ভাবনা করলেও এখন ভারতীয় হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর তৈরি LUH-ও বিবেচনায় নিয়েছে মন্ত্রণালয়। বিশেষ করে ‘মেক ইন ইন্ডিয়া’ ও প্রযুক্তি হস্তান্তরের দিক মাথায় রেখে এ সিদ্ধন্ত নিয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে কেবল বাজারজাতকরণ ও চালু করার সময়সীমা চূড়ান্ত হওয়া বাকি।

সরকারি সূত্র বলছে, ধাপে ধাপে ইন্ডাকশন শুরু হতে পারে। আর পুরো পরিবর্তন সম্পূর্ণ হতে কয়েক বছর সময় লাগবে। পুরোনো চেতক-চিতার যুগ শেষ করে ভারতীয় সেনা ও বিমানবাহিনী এখন দ্রুতগতির আধুনিক, বহুমুখী হেলিকপ্টার পাচ্ছে। যা সীমান্তে অভিযানে ও উদ্ধারকাজে বড় ভূমিকা রাখবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা