
ছবি: সংগৃহীত
জেরুজালেমের ওল্ড সিটিতে মুসলিমদের আবাসিক এলাকার ভেতর দিয়ে ‘জেরুজালেম মার্চ’ নামে র্যালি করে ইসরায়েলিরা। এতে হাজার হাজার ইসরায়েলি সমর্থকরা অংশ নেয়। এ সময় মুসলিমবিরোধী স্লোগান দিতে থাকে তারা। মিছিলে মুসলিম হিজাব পরিহিত নারীদের গায়ে থুতু মেরেছে ইসরায়েলি বিক্ষোভকারীরা।
১৯৬৭ সালের যুদ্ধে পূর্ব জেরুজালেম ও পবিত্র স্থাপনাগুলোকে দখল করার বার্ষিকী উপলক্ষে সোমবার (২৬ মে) এ র্যালি করে তারা। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, পুরাতন জেরুজালেমের মুসলিম কোয়ার্টারের পাশ দিয়ে ‘জেরুজালেম মার্চ’ নামে র্যালি করে ইসরায়েলিরা। মধ্যাহ্নের পর থেকে সমর্থকরা শহরের বিভিন্ন স্থানে প্রবেশ করে চিৎকার করতে থাকে ‘তাদের গ্রাম পুড়ুক’, ‘আরবদের মৃত্যু হোক’।
আরওপড়ুন<<>>বিমানে স্ত্রীর হাতে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট!
র্যালিতে অংশগ্রহণকারীদের বেশির ভাগই জেরুজালেম ও পশ্চিম তীরে বসবাসকারী দখলদার ইসরায়েলি। আন্তর্জাতিক আইনের অধীনে তারা ওই অঞ্চলের অবৈধ বাসিন্দা হিসেবে চিহ্নিত।
ওল্ড সিটিতে মুসলিম অধ্যুষিত এলাকায় স্থানীয় সময় সোমবার (২৬ মে) অনুষ্ঠিত হলো বার্ষিক ফ্ল্যাগ মার্চ। এ ঘটনায় সোমবার সকালের দিকেই মুসলিম এলাকায় ছড়িয়ে পড়ে সহিংসতা। ধর্মীয় জাতীয়তাবাদী পোশাক পরা যুবকরা হিজাব পরিহিত নারীদের গালাগালি ও থুতু ছুঁড়ে। সেই সঙ্গে ওই এলাকার দোকান থেকে পণ্য চুরি করে, ক্যাফে তছনছ করে ও একটি বাড়িতে জোর করে প্রবেশ করে।
ক্যাফে মালিক রেমন্ড হিমো যখন তরুণদের বিরুদ্ধে প্রতিবাদ করেন তখন এক পুলিশ কর্মকর্তা তাকে হুমকি দিয়ে বলেন, এখনই দোকান বন্ধ কর। নাহলে আমি তোমাকে রক্ষা করতে পারব না। ফলে দুপুর ১টার মধ্যেই বেশির ভাগ দোকান বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দরজা-জানালা আটকে ঘরে আশ্রয় নেন।ৎ
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।