
ছবি: সংগৃহীত
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে পার পেয়েছে পৃথিবীতে এমন পুরুষ পাওয়া হয়তো বিরল। স্ত্রীর সঙ্গে চলে না কোনো ক্ষমতা, হোক সে সাধারণ মানুষ কিংবা প্রেসিডেন্ট। সেজন্য হয়ত পার পেলেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনও।
ভিডিওতে দেখা যায়, বিমানের দরজার সামনে এসে দাঁড়িয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। হঠাৎ লাল ড্রেস পরিহিত কেউ হাত দিয়ে হালকা থাপ্পরের মতো মারলেন তাকে। যেহেতু দরজা খোলা, ক্যামেরাও তাক করা। তাই বুঝতে পেরে কিছুটা অপ্রস্তুত ম্যাকরন ফের ঢুকে গেলেন বিমানে।
আরওপড়ুন<<>>মুভি দেখার সময় ধসে পড়ল সিনেমা হলের ছাদ
পরে যখন বিমান থেকে দুজন বেরিয়ে এলেন, তখন বুঝতে বাকি রইলো না লাল ড্রেসওয়ালা আর কেউ নন। তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী।
যদিও প্রেসিডেন্ট ঘটনাটা স্বাভাবিক করার চেষ্টা করেন। বের হয়ে হাত নেড়ে লুক দেন ক্যামেরার দিকে। দু-একজনের সঙ্গে করমর্দনও করেন ম্যাকরন।
বিমানের সিঁড়ি দিয়ে নামার সময় স্ত্রীর হাত ধরেও নামেননি ইমানুয়েল ম্যাকরন। উপস্থিত অসংখ্য ক্যামেরার দৃষ্টি এড়ায়নি সে বিষয়টিও।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।