Apan Desh | আপন দেশ

সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১৯:১০, ৩০ এপ্রিল ২০২৫

সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

ফাইল ছবি

জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, এ বছর সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৬ জুন। এর আগের দিন অর্থাৎ ৫ জুন হবে আরাফাতের দিন।

ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য ইসলামিক দেশগুলোর চাঁদ দেখা কমিটি জিলকদ মাসের ২৯তম দিনে বৈঠকে বসবে। এদিন সন্ধ্যায় জিলহজের চাঁদের সন্ধান করবে সৌদির চাঁদ দেখা কমিটিও। 

এ মাসটির ১০ম দিনে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করেন বিশ্বের মুসল্লিরা।

আরও পড়ুন>>>ইহরাম অবস্থায় যেসব বিষয় নিষিদ্ধ

আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ানের মতে, আমাগী ২৭ মে, মঙ্গলবার সকালে জিলহজ্জ মাসের অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে। 
  
বিষয়টি নিশ্চিত হলে ২৮ মে জিলহজের প্রথম ও ৬ জুন (শুক্রবার) হবে ঈদুল আজহার দিন। ইতোমধ্যে ৫ জুনকে আরাফাতের দিন ধরে ছুটি মঞ্জুর করেছে আরব আমিরাতের মন্ত্রিসভা। অপরদিকে ৬ থেকে ৮ জুন পর্যন্ত দেয়া হয়েছে ঈদের ছুটি।
 
ঈদুল আজহা উদযাপনের মধ্যে দিয়ে সৌদিতে হজ শেষ হয়। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি হজ পালনে মক্কায় সমবেত হন। সূত্র: আল আরাবিয়া

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়