Apan Desh | আপন দেশ

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮, ১২ মার্চ ২০২৫

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

প্রতীকী ছবি

বাংলাদেশে আজ ১১ রমজান শেষ হলো। ঈদের চাঁদ দেখা সাপেক্ষে ২৯ অথবা ৩০ রোজার পর পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। কিন্তু এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে। এ বছর রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে সে তথ্য প্রকাশ করেছে তারা।

সংস্থাটি জানিয়েছে, এবার ৩০ মার্চ আরব আমিরাতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ পালিত হবে ঈদ। তাদের ধারণা অনুযায়ী এবার মধ্যপ্রাচ্যে রোজা হবে ৩০টি।

সাধারণ মানুষের উদ্দেশ্যে ইতিমধ্যে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র ঘোষণা করেছে, যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।

যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় রমজান।

আরওপড়ুন<<>>হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিল সৌদি

আমাদের দেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পরেই ঈদ হয়। সে হিসেবে সবকিছু ঠিকঠাক থাকলে ধারণা করা যায়, আমাদের দেশে ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। তবে, সবকিছুই নির্ভর করছে চাঁদ দেখার ওপর। 

আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত যদি ৩১ মার্চ ঈদুল ফিতর হয়, তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র এ মাস। 

প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে। ওইদিন দেশটিতে রমজানের ২৯তম দিন থাকবে। এছাড়া, যদি রমজান মাস ৩০ দিন পূর্ণ করে তাহলে এবার আমিরাতের মুসল্লিরা ঈদে পাঁচদিনের ছুটি পাবেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়