Apan Desh | আপন দেশ

রাশিয়ার বোমা হামলায় ১৩ ইউক্রেনীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ৯ জানুয়ারি ২০২৫

রাশিয়ার বোমা হামলায় ১৩ ইউক্রেনীয় নিহত

ছবি : সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় ভয়াবহ বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় কমপক্ষে ১৩ জন নিহত  ও ৩০ জন  আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল চারটার দিকে দক্ষিণাঞ্চলীয় শহরটিতে হামলা চালায় রাশিয়া। টার্গেট করা হয় আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা। অন্তত দুটি গাইডেড এরিয়াল বোমা ফেলা হয়। বিস্ফোরণের পাশাপাশি আগুন ধরে যায় বহুতল একটি ভবনে। পুড়ে যায় বেশ কয়েকটি গাড়িও।

আবাসিক এলাকায় হামলাকে ভয়াবহ নিষ্ঠুরতা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার ওপর চাপ প্রয়োগে আবারও মিত্রদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, শহরে বিমান হামলার চেয়ে নৃশংস আর কিছু নেই, সাধারণ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে জেনেও এ হামলা চালানো হয়েছে।

এছাড়া তার একটি টেলিগ্রাম পোস্টে শহরের রাস্তায় আহত রক্তাক্ত বেসামরিক নাগরিকদের জরুরি পরিষেবার কর্মীরা চিকিৎসাসেবা দিচ্ছেন এমন গ্রাফিক ফুটেজ দেখা গেছে। 

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, হামলায় বহু উঁচু আবাসিক ব্লক, শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসাবশেষ একটি ট্রাম ও বাসের ওপর আছড়ে পড়ে।  এর ভেতরে যাত্রীরা ছিলেন।

আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ বলেছেন, রুশ বাহিনী শহরের একটি আবাসিক এলাকায় গাইডেড বোমা নিক্ষেপ করেছে এবং হামলায় অন্তত দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে চলা রুশ বাহিনীর আগ্রাসনে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।  প্রায় তিন বছর ধরে চলা এ যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া— চারটি প্রদেশের আংশিক দখল নিয়েছে রুশ বাহিনী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়