ফাইল ছবি
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গোয়েন্দা সংস্থা ‘র’ এর কর্মকর্তার নির্দেশে খালিস্তানপন্থী নেতা হারদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয়েছে। এমনটাই দাবি করছে কানাডা। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এ ছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও এ বিষয়ে অবগত ছিলেন বলে কানাডা জানিয়েছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, হারদীপ সিং নিজ্জারের হত্যার নির্দেশ আসে অমিত শাহ এবং ‘র’ এর এক জ্যেষ্ঠ কর্মকর্তার পক্ষ থেকে।
কানাডা দাবি করছে, তাদের কাছে ভারতের কর্মকর্তাদের কথোপকথন এবং গোয়েন্দা তথ্য রয়েছে। যা এ ঘটনায় ভারতীয় কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
ভারত ও কানাডার মধ্যে চলমান কূটনৈতিক সংকট নিয়ে এবার যুক্তরাষ্ট্রও তাদের অবস্থান স্পষ্ট করেছে। ওয়াশিংটন কানাডার পাশে দাঁড়িয়ে নয়াদিল্লীকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে সতর্কতার সাথে পদক্ষেপ নিতে ভারতকে অনুরোধ করেছেন।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, ভারতের এহেন আচরণ কানাডার সার্বভৌমত্বে আঘাত হেনেছে। এটি ছিল একটি গুরুতর ভুল। তবে তিনি স্পষ্ট করেছেন, তার উদ্দেশ্য নয়াদিল্লীর সঙ্গে দ্বন্দ্বে জড়ানো নয়; বরং কানাডার জনগণের সুরক্ষার জন্যই এ অভিযোগ সামনে আনা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































