Apan Desh | আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থানকাণ্ড

চানখাঁরপুল হত্যার মামলার রায় সোমবার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫২, ২৫ জানুয়ারি ২০২৬

চানখাঁরপুল হত্যার মামলার রায় সোমবার

ছবি: আপন দেশ

রাজধানীর চানখাঁরপুলে জুলাই গণঅভ্যুত্থানকালে ছয়জন শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার (২৬ জানুয়ারি) এ মামলার রায় ঘোষণা হবে।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশন জানিয়েছে, রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপনের পর গত ২৪ ডিসেম্বর রায় ঘোষণার জন্য দিন ঠিক করা হয়েছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় এটি পরে পেছানো হয়েছিল।

আদালত সূত্রে জানা গেছে, মামলার মোট আট আসামির মধ্যে চারজন কারাগারে থাকায় রায় ঘোষণার দিনে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে।

মামলার আসামিরা তারা হলেন: শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন। কনস্টেবল মো. সুজন মিয়া। মো. ইমাজ হোসেন ইমন। 
মো. নাসিরুল ইসলাম।

আরও পড়ুন <<>> কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বেরের মনোনয়ন বৈধ

অন্য চারজন আসামি পলাতক রয়েছেন। তারা হলেন: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান। সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম। রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

মামলায় অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুলে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশ গুলি চালিয়ে নিহত করে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিককে।

মামলাটি মানবতাবিরোধী অপরাধের মামলা হিসেবে ২৫ মে আনুষ্ঠানিকভাবে দায়ের করা হয়। একই দিনে পলাতক চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এরপর ৩ জুন পলাতক আসামিদের হাজির করতে ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পলাতকরা হাজির না হওয়ায় ১৪ জুলাই আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার শুরুর আদেশ দেয় আদালত। এরপর ১০ আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন করা হয় এবং ১১ আগস্ট সাক্ষী গ্রহণ শুরু হয়।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়