ছবি: আপন দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবেন দেশি ৫৫ হাজার ৪৫৪ জন। এছাড়া বিদেশ থেকে ভোট দেখার জন্য আসবেন প্রায় ৫শ সাংবাদিক ও পর্যবেক্ষক।
রোববার (২৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের জন্য ভোটের ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন <<>> শেখ হাসিনার আমলে নির্বাচন হয়নি, প্রহসন হয়েছে: বিচারপতি আবদুল মতিন
পরে সন্ধ্যায় এটি গণমাধ্যমে পাঠানো হয় ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিকের সংবাদ বিজ্ঞপ্তিতে।
সানাউল্লাহ জানান, ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার পর্যবেক্ষক সংখ্যা মোট ৫৫ হাজার ৪৫৪। এছাড়া প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষকও নির্বাচনে অংশ নেবেন।
নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































