Apan Desh | আপন দেশ

সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৫, ২৫ জানুয়ারি ২০২৬

সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক লাফে ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। এটি দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দর।

রোববার (২৫ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর তথ্য জানায় বাজুস। নতুন দাম সোমবার (২৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়ানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। সেটিও তখন সর্বোচ্চ রেকর্ড ছিল।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।

আরও পড়ুন <<>> ‘রমজানে কমতে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম’

চলতি বছরে এ নিয়ে মোট ১৩ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে ১০ বার দাম বাড়ানো হয়েছে। দাম কমানো হয়েছে মাত্র ৩ বার।

অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়। এছাড়া ২০২৫ সালে ২৯ বার স্বর্ণের দাম কমানো হয়েছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়