ছবি: ফেসবুক থেকে
জুলাই শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে চলমান সমালোচনার জবাব দিয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি রাজনীতিতে আসার পেছনের ব্যক্তিগত ও বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
পোস্টে মীর স্নিগ্ধ জানান, রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি একজন প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার ছিলেন এবং নিজের উপার্জনের মাধ্যমেই ব্যক্তিগত জীবন পরিচালনা করতেন। বিশ্ববিদ্যালয়ের খরচ থেকে শুরু করে দৈনন্দিন ব্যয়, এমনকি নিজের শখ-আহ্লাদও তিনি নিজ অর্থেই পূরণ করেছেন বলে উল্লেখ করেন।
২০২৪ সালের জুলাইয়ে ভাই মীর মুগ্ধকে হারানোর পর তার জীবন সম্পূর্ণ বদলে যায় বলে জানান তিনি। শত হুমকির মুখেও ‘মুগ্ধর পানি লাগবে’ ভিডিও প্রকাশ করে তিনি হত্যার বিচার দাবি করেন। যা জুলাই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। এরপর বিচারের আশায় আদালত, থানা, ব্যাংক ও বিভিন্ন দপ্তরে ঘুরে হত্যার প্রমাণ সংগ্রহ করেছেন বলেও লেখেন তিনি।
মীর স্নিগ্ধ জানান, বিদেশে পড়াশোনার সুযোগ ও নিশ্চিত ভবিষ্যৎ ছেড়ে দিয়ে তিনি জুলাই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হন। বিনা পারিশ্রমিকে শহীদ ও আহতদের জন্য কাজ করতে গিয়ে নিজের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও স্বীকার করেন তিনি। পাবলিক বাসে যাতায়াত করে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ঘুরে ফাউন্ডেশনের কার্যক্রম দাঁড় করানোর কথাও তুলে ধরেন।
আরও পড়ুন <<>> বিএনপি লোক দেখানো উন্নয়ন করে না: মঈন খান
পোস্টে তিনি বলেন, দীর্ঘদিন চেষ্টা করেও বিচার না পেয়ে শেষ পর্যন্ত রাজনৈতিক পথেই ন্যায়বিচার নিশ্চিত করার সিদ্ধান্ত নেন। মাত্র ২০ টাকার একটি ফর্ম পূরণ করে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছেন বলে উল্লেখ করেন।
নিজের অবস্থান ব্যাখ্যা করে মীর স্নিগ্ধ প্রশ্ন তোলেন—রাজনীতিতে যুক্ত হলেই কি কাউকে ‘ভাই ব্যবসায়ী’ বলা যায়? কোনো প্রমাণ ছাড়াই কেন একজনকে অসৎ হিসেবে চিহ্নিত করা হয়? ভাই হত্যার বিচার চাইতে রাজনীতিতে আসা কি অপরাধ—এমন প্রশ্নও রাখেন তিনি।
পোস্টের শেষাংশে তিনি বলেন, রাজনীতি কোনো ব্যবসা নয়। বরং যারা রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে, তারাই বারবার সুযোগ পাচ্ছে—এ বাস্তবতাও নতুন করে ভাবার আহবান জানান তিনি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































