
ফাইল ছবি
দেশে ডেঙ্গু এখন মৌসুমি রোগের সীমা পেরিয়ে ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। ঢাকায় যেমন রোগীর চাপ বাড়ছে, তেমনি দ্রুত ছড়িয়ে পড়ছে সারাদেশে। আগের বছরগুলোর তুলনায় রোগী বেড়েছে কয়েক গুণ। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রাজশাহী বিভাগে দুইজন মারা গেছেন। পাশাপাশি এ সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২১১ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
আরও পড়ুন<<>>ওভারিয়ান ক্যান্সারে প্রিসিশন অনকোলজির গুরুত্ব নিয়ে সেমিনার
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০৩ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১১৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৯, রাজশাহী বিভাগে ৬৩, খুলনা বিভাগে ৫৫, ময়মনসিংহ বিভাগে ৩৩, রংপুর বিভাগে ২৩ ও সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪৯ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১২৩ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৬ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ৭ জন এবং ঢাকা বিভাগে ৩ জন ডেঙ্গুতে মারা গেছেন।
আপন দেশ/জেডআই