Apan Desh | আপন দেশ

স্তন ক্যান্সার সচেতনতায় যশোরে র‍্যালি

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৫

স্তন ক্যান্সার সচেতনতায় যশোরে র‍্যালি

ছবি : আপন দেশ

বিশ্বব্যাপী অক্টোবর মাস ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালনের অংশ হিসেবে যশোরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যতিক্রমী এ আয়োজনে নেতৃত্ব দেয় অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিতে অংশগ্রহণ করেন সহস্রাধিক শিক্ষার্থী। 

র‍্যালি শেষে যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান।

আরও পড়ুন<<>>প্রমাণভিত্তিক চিকিৎসা বিদ্যার চর্চায় ব্যয় কমবে

আলোচনায় বক্তারা নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে ধারাবাহিকভাবে আয়োজিত স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার ও ক্যাম্পেইনের অংশ হিসেবেই যশোরে এ আয়োজন করা হয়েছে। এ আয়োজনে সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল ওয়াইএভি ফাউন্ডেশন।

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়