Apan Desh | আপন দেশ

প্রমাণভিত্তিক চিকিৎসা বিদ্যার চর্চায় ব্যয় কমবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২৫

প্রমাণভিত্তিক চিকিৎসা বিদ্যার চর্চায় ব্যয় কমবে

ছবি : আপন দেশ

প্রমাণভিত্তিক চিকিৎসা বিদ্যার চর্চা (ইভিডেন্স বেইজড মেডিসিন প্র্যাকটিস) চিকিৎসা ব্যয় কমবে বলে মনে করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) উপাচার্য প্রফেসর ডা. মো. শাহিনুল আলম। পাশাপাশি রোগীর মৃত্যু হার হ্রাসেও এটি ভূমিকা রাখবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে আইকিউএসির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ৮টি বিভাগের শিক্ষক ও চিকিৎসকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ করা হয়। 

বিএমইউর ভাইস চ্যান্সেলর বলেন, প্রমাণভিত্তিক চিকিৎসা বিদ্যার চর্চায় চিকিৎসক সমাজ উৎসাহিত হলে রোগীদের খরচ সাশ্রয়ের সঙ্গে সঙ্গে একই রোগীর ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসকের প্রেসক্রিপশনে লিখিত ওষুধ ও ইনভেস্টিগেশনে খুব একটা পার্থক্য পরিলক্ষিত হবে না। ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে প্রশিক্ষণ মেডিক্যাল অডিট, ক্লিনিক্যাল অডিট বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান আহরণসহ বিজ্ঞানভিত্তিক চিকিৎসা চর্চায় বিরাট অবদান রাখবে। এ কর্মশালা চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় গণগত মানবৃদ্ধিতে অবদান রাখবে যা সামগ্রিক স্বাস্থ্যখাতের উন্নয়নে বড় পরিবর্তন সাধন করবে। 

সভায় জানানো হয়, বিএমইউর আইকিউএসি উদ্যোগে ৩৪টি বিভাগের ১৭০ জন শিক্ষক-চিকিৎসককে ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। 

আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী।

আরও পড়ুন<<>>ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহের দিকে, মৃত্যু বেড়ে ১৭৯

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ক কর্মশালা শিক্ষক ও চিকিৎসককে নিজেকে প্রস্তুত করার, নিজেকে যোগ্য হিসেবে তৈরি করার সুযোগ এনে দিয়েছে। গণগত মান ও দক্ষতা বৃদ্ধি, সঠিক জ্ঞান অর্জনে ইভিডেন্স বেইজড মেডিসিন এর অপরিসীম অবদান রয়েছে। 

প্রো-ভাইস চ্যান্সেলর তার বক্তব্যে চিকিৎসক সমাজ ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান আহরণের মাধ্যমে সমৃদ্ধ হলে এবং সংশ্লিষ্ট সকলের সম্মলিত প্রচেষ্টায় দেশের স্বাস্থ্যখাত উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রার ডা. মারিয়া মাহতাব তার বক্তব্যে ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা দেশের সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইনস্টিটিউটে ছড়িয়ে দেয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। একই সঙ্গে ইভিডেন্স বেইজড মেডিসিন প্রশিক্ষণ কর্মশালাকে জাতীয় কর্মসূচিতে রূপান্তরের আহবান জানান তিনি।

প্রশিক্ষণ কর্মশালায় রিউমাটোলজি বিভাগ, হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিভ ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগ, শিশু কার্ডিওলজি বিভাগ, ভাইরোলজি বিভাগ, ফরেনসিক মেডিসিন বিভাগ, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগ, গাইনিকোলজিক্যাল অনকোলজি বিভাগ, অবসটেট্রিকস অ্যান্ড গাইনিকোলজি বিভাগ এবং রিপ্রোডাকটিভ এন্ডোকাইনোলজি এন্ড ইনফার্টিলিটি বিভাগের ২৯ জন শিক্ষক, চিকিৎসকরা অংশ নেন।

এ ছাড়া হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. মারিয়া মাহতাব, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. মীর রাশেখ আলম অভি কর্মশালায় অংশ নেন।

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়