Apan Desh | আপন দেশ

শজিমেকে জুলাই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৯, ৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:৩০, ৩ সেপ্টেম্বর ২০২৫

শজিমেকে জুলাই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

ছবি : আপন দেশ

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ২৪ এর গণঅভ্যুত্থান স্মরণে প্রকাশিত জুলাই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ সময় জুলাই আন্দোলনে শহীদ আহাদের পিতা মো. নজরুল ইসলাম, শহীদ রাতুলের পিতা মো. জিয়াউর রহমান ও শহীদ সেলিমের ভাই উজ্জ্বল উপস্থিত ছিলেন।

সোমবার (০১ সেপ্টেম্বর) এ মোড়ক উন্মোচন করা হয়। দেশের প্রথম মেডিকেল কলেজ হিসেবে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্রলীগের আধিপত্য ভেঙে ২৪ এর গণঅভ্যুত্থানে অংশ নেয়ার ইতিহাস ও নেট বন্ধের সময়কার ভয়ঙ্কর গল্প এবং জুলাইয়ের বিভিন্ন দৃশ্যপট এ ম্যাগাজিনে ফুটে উঠেছে। সে সঙ্গে স্থান পেয়েছে দেশের অন্যান্য মেডিকেল কলেজের ইতিহাসও।

আরও পড়ুন<<>>বিএমইউতে ইমার্জেন্সি মেডিসিন বিভাগ চালু হচ্ছে

অনুষ্ঠানে জুলাই আন্দোলন চলা নির্মমতার কথা উল্লেখ করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সলিমুল্লাহ আকন্দ। তিনি বলেন, কত ত্যাগের বিনিময়ে আমরা এ স্বাধীনতা পেয়েছি। অথচ এটাকে বিকৃত করতে চলছে নানা অপচেষ্টা। ইতিহাসগুলো সঠিকভাবে সংরক্ষণ করা দরকার। আজকের অনুষ্ঠান তারই প্রয়াস।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক ডা. মো নাজমুল হক।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অপারেশন থিয়েটারের (ওটি) স্মৃতিচারণ করেন রিতুল মন্ডল। তিনি বলেন, সৃষ্টিকর্তা মানুষকে বাঁচিয়ে রাখেন আর ডাক্তার সেখানে বড় একটি মাধ্যম হতে পারে, সেটা জুলাই বিপ্লব আমাকে বারবার মনে করিয়ে দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পাস রিসার্চ অ্যান্ড স্টাডি ক্লাবের পরিচালক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রিদওয়ানুল ইসলামসহ শজিমেকের শিক্ষার্থীবৃন্দ, যাদের লেখনীতে ফুটে উঠেছে মহান জুলাইয়ে স্মৃতি। বগুড়া শহর সমন্বয়কবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়