Apan Desh | আপন দেশ

ডেঙ্গু আক্রান্তদের ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০০:২০, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ডেঙ্গু আক্রান্তদের ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

ছবি: সংগৃহীত

ঢাকা: সারা দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু রোগে আক্রান্ত কোনো রোগীকে যেন ঢাকায় স্থানান্তর করা না হয় বলে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.আহমেদুল কবীর। রোববার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে এক আলোচনাসভায় তিনি এ নির্দেশনা দেন।

আহমেদুল কবীর বলেন, ঢাকার তুলনায় অন্যান্য জেলায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। আমরা ঢাকার বাইরে সব জায়গায় ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছি। সারা দেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি। ডেঙ্গু রোগীদের জন্য আইভি ফ্লুইড সবচেয়ে বেশি প্রয়োজন।

অতিরিক্ত মহাপরিচালক বলেন, কতিপয় অসাধু ব্যবসায়ী এ সময়ে সুযোগ নেয়ার চেষ্টা করেন। আমরা সিভিল সার্জনদের নির্দেশনা দিয়েছি- কোথাও স্যালাইনের দাম বেশি রাখা হলে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়া হয়। আমাদের স্যালাইনের সংকট হয়নি। আমরা বিদেশ থেকে তিন লাখ স্যালাইন আমদানি করছি।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, কিছু ক্লিনিক ও হাসপাতাল রোগীদের সঙ্গে প্রতারণা করছে। রোগীদের হাসপাতালে রাখছে ও আইসিইউতে নিচ্ছে। এসব হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যেসব হাসপাতাল ও ক্লিনিকের নিবন্ধন নেই বা মেয়াদোত্তীর্ণ, সেসব হাসপাতালের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালিত হবে। রোগীদের জিম্মি করে কোনো অসাধু চক্রকে লাভবান হতে দেয়া হবে না। যারা এ ধরনের কাজ করছে তারা দেশপ্রেমিক নয়।

আপন দেশ/এবি

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়