Apan Desh | আপন দেশ

সিনেমাকে বিদায় বললেন অনন্ত জলিল

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩, ২৬ জানুয়ারি ২০২৬

সিনেমাকে বিদায় বললেন অনন্ত জলিল

ফাইল ছবি

অভিনয় ও প্রযোজনার বাইরে একজন প্রতিষ্ঠিত গারমেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল। বর্তমানে চরম ব্যবসায়িক সংকটে পড়েছেন তিনি। সংকট সামাল দিতে এবার তিনি সিনেমার জগত ছাড়ছেন।

এক সময় সাভারে প্রায় ১২ হাজার শ্রমিক নিয়ে বড় পরিসরে গারমেন্টস কারখানা পরিচালনা করতেন অনন্ত জলিল। বর্তমানে সেখানে কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪ হাজারে। এ বাস্তবতায় চলচ্চিত্রে সময় দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।

অনন্ত জলিল বলেন, ব্যবসার অবস্থা এতটাই খারাপ যে, অভিনয় নিয়ে ভাবার মতো পরিস্থিতি নেই। এমনকি যেসব সিনেমার কাজ অসম্পূর্ণ রয়েছে, সেগুলোও শেষ করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, তিনি মূলত একজন ব্যবসায়ী মানসিকতার মানুষ। শুটিং চলাকালেও ব্যবসার খোঁজ রাখতে হতো। ব্যবসা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিনেমায় ফেরা তার কাছে যুক্তিসংগত নয়।

তার ভাষ্য, কোনো কাজে সংকট দেখা দিলে আগে সেটি কাটিয়ে ওঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় সিনেমায় মনোযোগ দিলে ভবিষ্যতে আরও বড় সমস্যায় পড়তে হতে পারে।

আরও পড়ুন <<>> বর্ডার ২-এর ধাক্কায় কমল রণবীরের ধুরন্ধরের আয়

অনন্ত জলিলের স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষাও একই সিদ্ধান্ত নিয়েছেন। তিনিও বর্তমানে সিনেমায় না থাকার ঘোষণা দিয়েছেন।

২০০৮ সালে প্রযোজক ও অভিনেতা হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। শুরু থেকেই প্রতিটি সিনেমায় তার সঙ্গে ছিলেন বর্ষা।

অনন্ত জলিল জানান, ভবিষ্যতে যদি আবার সিনেমা করেন, তবে দুজন একসঙ্গেই করবেন। আলাদাভাবে কেউ কাজ করবেন না। তাদের কাছে সিনেমা পেশা নয়, বরং শখের বিষয়।

বর্তমানে অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং অসম্পূর্ণ রয়েছে।

এছাড়া জাজ প্রযোজনায় মাসুদ রানা সিরিজের ‘চিতা’ সিনেমার মহরত হলেও শুটিং শুরু হয়নি। এসব প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

অনন্ত জলিল বলেন, পরিস্থিতি অনুকূলে এলে আবার কাজে ফিরবেন। তবে বর্তমান অবস্থায় নয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

একীভূতকরণ হচ্ছে বিডা-বেজা-বেপজাসহ ৬ প্রতিষ্ঠান জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী: জামায়াত আমীর চট্টগ্রাম বন্দর পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল আ.লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন আহমেদ ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, বহু নিখোঁজ বিসিবি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে: আমিনুল ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি পাকিস্তানে সতর্কতা জারি বাবার জন্মদিনে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট