ছবি : সংগৃহীত
বক্স অফিসে ধীরে ধীরে গতি হারাচ্ছে ‘ধুরন্ধর’। মুক্তির প্রায় ২ মাস পর সানি দেওলের বর্ডার-২ মুক্তি পাওয়ায় সরাসরি প্রভাব পড়েছে রণবীর সিং অভিনীত এই ছবির বক্স অফিসে।
শনিবার (২৪ জানুয়ারি) মুক্তির ৫১তম দিনে ধুরন্ধরের আয় দাঁড়িয়েছে ৭৫ লাখ রুপি। আগের দিন শুক্রবার (২৩ জানুয়ারি) সিনেমাটি আয় করেছিল ৫৫ লাখ রুপি। একদিনের ব্যবধানে সামান্য বৃদ্ধি দেখা গেলেও এটি ধুরন্ধরের পুরো যাত্রায় সবচেয়ে কম আয়ের দিনগুলোর একটি।
বক্স অফিসে অষ্টম সপ্তাহে প্রবেশের পরই বর্ডার টু-এর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। এর আগে ৪৯তম দিনে ধুরন্ধর আয় করেছিল ১ কোটি ১০ লাখ রুপি এবং ৪৮তম দিনে ১ কোটি ১৫ লাখ রুপি। ৪৭তম দিনে আয় ছিল ১ কোটি ৬৫ লাখ রুপি আর ৪৬তম দিনে ১ কোটি ৫০ লাখ রুপি।
ধুরন্ধর ভারতীয় সিনেমার ইতিহাসে একটি বিরল রেকর্ড গড়ে টানা ৫০ দিন প্রতিদিন এক কোটি রুপির বেশি আয় করেছিল। সপ্তম সপ্তাহে ছবিটির আয় ছিল ১৩ কোটি ৯০ লাখ রুপি। ষষ্ঠ সপ্তাহে আয় ২৬ কোটি ৩৫ লাখ রুপি। পঞ্চম সপ্তাহে ৫১ কোটি ২৫ লাখ রুপি। চতুর্থ সপ্তাহে ১০৬ কোটি ৫০ লাখ রুপি। তৃতীয় সপ্তাহে ১৭৩ কোটি রুপি এবং দ্বিতীয় সপ্তাহে ২৫৩ কোটি ২৫ লাখ রুপি আয় করে সিনেমাটি। এমনকি এটি একমাত্র ভারতীয় সিনেমা, যা প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে বেশি আয় করেছিল।
এখন পর্যন্ত বক্স অফিসে ধুরন্ধরের মোট আয় দাঁড়িয়েছে ৮৮৬ কোটি ২০ লাখ রুপি। এই আয় দিয়ে এটি ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে। বিশ্বব্যাপী আয় ১৪৪২ কোটি ২০ লাখ রুপি ছাড়িয়ে গেছে ছবিটি। ফলে বিশ্বে চতুর্থ সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ধুরন্ধর।
তবে বর্ডার টু মুক্তির পর দৈনিক আয় দ্রুত কমে যাওয়ায় নতুন মাইলফলক স্পর্শ করা কঠিন হয়ে পড়েছে। দেশি বাজারে ৯০০ কোটি রুপির ক্লাবে ঢুকতে এখনো প্রায় ১৪ কোটি রুপি প্রয়োজন। বর্তমান গতিতে সেই লক্ষ্য পূরণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রেও ধুরন্ধরের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। তৃতীয় সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা পুষ্পা টু দ্য রুল-এর আয় ১৭৪৪ কোটি রুপি। সেই অবস্থানে পৌঁছানোর সম্ভাবনাও এখন অনেকটাই ক্ষীণ। তালিকার শীর্ষে রয়েছে বাহুবলি টু দ্য কনক্লুশন এবং দঙ্গল।
আরও পড়ুন : বই নিয়ে কী ভাবছেন ভাবনা
সব মিলিয়ে আয় কমলেও ভারতীয় সিনেমার ইতিহাসে ধুরন্ধর একটি ব্যতিক্রমী উদাহরণ হয়েই থাকবে। চীনের বাজার বাদ দিলে এটি ইতোমধ্যে সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমা এবং বিশ্বব্যাপী তৃতীয় সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার মর্যাদা পেয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































