Apan Desh | আপন দেশ

নতুন রূপে জয়া, ভক্তরা বলছেন ‘টাইমলেস বিউটি’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০২, ২৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:১১, ২৩ জানুয়ারি ২০২৬

নতুন রূপে জয়া, ভক্তরা বলছেন ‘টাইমলেস বিউটি’

জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দক্ষতায় দর্শকহৃদয় জয় করাই যার কাজ। শুধু অভিনয় নয়, এর পাশাপাশি তিনি তার রূপ লাবণ্য দিয়েও ভক্ত-অনুরাগীদের মন জয় করে থাকেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন জয়া আহসান।

সেখানে দেখা যায়, অভিনেত্রী একটি হালকা সোনালি রঙের স্লিভলেস গাউন পরেছেন। মেকআপ রুমের আয়নার সামনেও পোজ দিয়েছেন তিনি। ফুটে ওঠে তার চোখের তীক্ষ্ণ চাহনি, যা আরও ভক্ত-অনুরাগীসহ নেটিজেনদের মনে নজর কেড়েছে।

আরও পড়ুন <<>> সোনালী যুগের জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে যা বললেন শাকিব খান

নেটিজেনদের অনেকেই তার বয়সের ছাপহীন সৌন্দর্যের প্রশংসা করেছেন। তাকে টাইমলেস বিউটি বলছেন ভক্তরা। এক ভক্ত লিখেছেন—জয়ার রূপ এখনো আগের মতোই। 

জয়া আহসান ছবিগুলো পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার ভক্ত-অনুরাগীর প্রতিক্রিয়া দেখাচ্ছেন। প্রশংসায় ভরে ফেলছে তার মন্তব্যের ঘর। পাশাপাশি ছবিতে তার চিরযৌবনা রূপ দেখে নেটিজেনরা রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন।

জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ওপার বাংলার নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় এ সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের ভূমিকায়। 

ট্রমা আর সামাজিক সংগ্রামের এক জটিল ও মনস্তাত্ত্বিক গল্প নিয়ে নির্মিত 'ওসিডি' সিনেমাটি নিয়ে দুই বাংলার দর্শকদের মাঝেই এখন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নতুন এ সিনেমাটি তার ক্যারিয়ারে আরও একটি অনন্য পালক যোগ করবে বলে আশা সিনেমাপ্রেমী দর্শকদের।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়