Apan Desh | আপন দেশ

অনুরাগ আলোকিত করবেন রুহুল কবির রিজভী

বিনোদন  প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ১২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:০৯, ১২ জানুয়ারি ২০২৬

অনুরাগ আলোকিত করবেন রুহুল কবির রিজভী

ফাইল ছবি

ইংরেজি নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। প্রধান আলোচক থাকবেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক কিংবদন্তি অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল।

আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন<<>>‘নির্বাচিত সরকারের ওপর শ্রমিক ইশতেহারের দায়িত্ব বর্তাবে’

রুবিনা আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি শামীম মাহমুদ, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি রবিন খান, কবি এবিএম সোহেল রশিদ ও কবি জমির উদ্দিন মিলন।

এবারের আসরে থাকবে আলোচনা,সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। এতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য তারকাশিল্পীরা।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়