Apan Desh | আপন দেশ

রোজার সঙ্গে বিচ্ছেদ, বই এখন তাহসানের সঙ্গী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:৪৭, ১১ জানুয়ারি ২০২৬

রোজার সঙ্গে বিচ্ছেদ, বই এখন তাহসানের সঙ্গী

গায়ক, অভিনেতা তাহসান আহমেদ ও রোজা

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান তার ব্যক্তিগত জীবনে চলমান সব জল্পনার অবসান ঘটালেন। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। প্রথমবারের মতো স্পষ্টভাবে এ কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

তাহসান জানান, তাদের বিচ্ছেদের খবর সত্য। তবে আপাতত এ বিষয়ে বিস্তারিত বলতে চান না। তার ভাষায়, সবকিছু চূড়ান্ত হলেই তিনি এ বিষয়ে কথা বলবেন।

০৪ জানুয়ারি তাহসান ও রোজার প্রথম বিবাহবার্ষিকী ছিল। বিয়ের এক বছর পূর্তিতে দুজনকে একসঙ্গে না দেখা যাওয়ায় সম্প্রতি তাদের নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। এ প্রসঙ্গে তাহসান বলেন, অ্যানিভার্সারি উদ্‌যাপন নিয়ে যেসব খবর প্রকাশ হয়েছে, সেগুলো সঠিক নয়। তিনি জানান, তারা বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন।

তিনি জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই দুজন আলাদা থাকার সিদ্ধান্ত নেন। সে সময় থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও গান থেকে তিনি দূরে রয়েছেন।

আরও পড়ুন<<>>নতুন লুকে ভক্তদের সামনে তাহসানপত্নী রোজা

নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথাও খোলামেলা বলেন এ শিল্পী। তাহসানের ভাষায়, তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে ভালো নেই। মানসিক অবস্থাও খুব একটা স্থিতিশীল নয়।

বর্তমানে তিনি একা একাই সময় কাটাচ্ছেন। ভ্রমণ করছেন, বই পড়ছেন। তাহসান বলেন, এ সময়ে বইই তার সবচেয়ে বড় সঙ্গী।

উল্লেখ্য, ২০২৫ সালের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিয়েছিলেন তাহসান খান। মাত্র চার মাসের পরিচয়ে ৪ জানুয়ারি তাদের বিয়ে হয়। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে তিনি ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাহসানের বিয়ে হয়। ১১ বছরের সংসারের পর ২০১৭ সালে সে সম্পর্কে ইতি টানে দুজন।

আপন দেশ/এসএস/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়