Apan Desh | আপন দেশ

সে আ.লীগ নেতাকে দ্বিতীয়বার বিয়ে করলেন মাহি!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ১৯ অক্টোবর ২০২৫

সে আ.লীগ নেতাকে দ্বিতীয়বার বিয়ে করলেন মাহি!

মাহিয়া মাহি ও রাকিব সরকার

পাঁচ বছর আগে দ্বিতীয়বার বিয়ের মালা গলায় পরেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের আওয়ামী লীগ নেতা রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। তাদের ঘরে ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে; কিন্তু সে বিয়েটিও টেকেনি মাহির। তিন বছরের মাথায় রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। 

তবে বিচ্ছেদের মাঝে গুঞ্জন রটেছিল রাকিবের সঙ্গে সংসার করতে চান তিনি। কিন্তু রাকিবের কাছে ফেরার প্রশ্নে মাহি বলেন, শুধু এ বিচ্ছেদ নিয়ে নয়, আমি যখন কোনো সিদ্ধান্ত নিই, অনেক সময় নিয়ে যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নিই। অনেক দিন পর্যবেক্ষণ করে, জেনেবুঝেই এ সিদ্ধান্ত নিয়েছি। তার সঙ্গে এক ছাদের নিচে আর ফিরব না।

কিন্তু বিচ্ছেদের দুই বছর যেতে না যেতেই ফের রাকিবের কাছে ফিরলেন মাহি, এমন খবর চাউর হয়েছে। সম্প্রতি রাকিবের সঙ্গে এই অভিনেত্রীর নতুন ছবি সামনে এলে শুরু হয় গুঞ্জন। প্রশ্ন ওঠে, তাদের কি আসলেই বিবাহবিচ্ছেদ হয়েছে?

প্রশ্নের উত্তর দিয়েছেন মাহি নিজেই। গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের বিচ্ছেদ হয়নি। আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে-যোগ করেন তিনি।

আরও পড়ুন<<>> বাংলাদেশে শুটিংয়ে উচ্ছ্বসিত ইধিকা

মাহি এখন যুক্তরাষ্ট্রে থাকলেও রাকিব কোথায় আছেন, তা কেউ জানেন না। তাই অনেকে জানতে চেয়েছেন, একসঙ্গে ফ্রেমবন্দী হলেন কীভাবে?

বিষয়টি ব্যাখ্যা করে মাহি বলেন, ‘ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল-বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ম্যারিড, স্বামীর নাম রকিব সরকার। আমরা ভালো আছি।

রাকিবের সঙ্গে বিচ্ছেদের খবর নাকচ করায় মাহিকে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ঘনিষ্ঠজনদের কেউ কেউ বলছেন, মাহি যুক্তরাষ্ট্রে বিশেষ কোটায় নাগরিকত্বের আবেদন করেছেন। সে কারণেই হয়তো এমন কৌশলের আশ্রয় নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মহা ধুমধাম করে সে বিয়ের আয়োজন করা হয়। অপুর সঙ্গে মাহির সে সংসার টিকেছিল পাঁচ বছর। অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়