Apan Desh | আপন দেশ

বাংলাদেশে শুটিংয়ে উচ্ছ্বসিত ইধিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৮, ১৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশে শুটিংয়ে উচ্ছ্বসিত ইধিকা

কলকাতার জনপ্রিয় মুখ ইধিকা পাল

সিরিয়ালে অভিনয় করে কলকাতার জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন ইধিকা পাল। পশ্চিমবঙ্গের ছোট পর্দার এ অভিনেত্রীর চলচ্চিত্রে  অভিষেক হয়েছে বাংলাদেশে। ঢাকাই সিনেমার কিং খ্যাত শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’য় অভিনয় করেন তিনি। সে সুবাদে এপারেও পরিচিতি পেয়েছেন ইধিকা। 

বাংলাদেশে শুটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ ভারতীয় চিত্রনায়িকা। ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের সে অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন ইধিকা।

তিনি বলেন, ‘প্রিয়তমা’র অফার পেয়ে প্রথমে তিনি সেটিকে ‘ভুয়া কল’ ভেবেছিলেন। তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র। হঠাৎই ফোনটা আসে। শাকিব খানের নাম শুনলেও তার জনপ্রিয়তা সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। প্রথমে মনে হয়েছিল কেউ মজা করছে। পরে বুঝলাম, এটা সত্যি! সে সুযোগটাই আমার জন্য বড় ছিল।

আরও পড়ুন<<>>হানিয়া আমির হাসপাতালে

বাংলাদেশে শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইধিকা। তার ভাষায়, ওখানে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি। 

‘প্রিয়তমা’ মুক্তির পর থেকেই ইধিকাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে কলকাতার তারকা দেবের সঙ্গে তার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। তবে এসব গুজব উড়িয়ে দিয়েছেন ইধিকা। তিনি স্পষ্ট জানালেন, না, এসব একদমই গুজব। আমি এখন শুধুই কাজ নিয়ে ব্যস্ত।

গসিপ ও ট্রোল নিয়ে তিনি বলেন, সাফল্যের সঙ্গে এসব আসবেই। আমি বিষয়গুলো খুব স্বাভাবিকভাবে নেই। ভালো বা খারাপ, কোনো প্রভাবই আমার জীবনে ফেলে না।

সবশেষে নিজের ব্যক্তিগত অবস্থান জানিয়ে ইধিকা বলেন, আমি একদমই সিঙ্গেল’ অভিনেত্রীর এ খোলামেলা স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়