Apan Desh | আপন দেশ

২০ বছরের তরুণের সঙ্গে খোলামেলা দৃশ্যে কারিনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৭, ১৮ জুলাই ২০২৫

২০ বছরের তরুণের সঙ্গে খোলামেলা দৃশ্যে কারিনা

কারিনা কাপুর

পর্দায় অথবা পর্দার বাইরে উভয় ক্ষেত্রেই সাহসী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাইফ আলী খানের পত্নী কারিনা কাপুর খান (৪৪)। চল্লিশ পেরোলেও তার গ্ল্যামারের ঝলকানি আজও তরুণ হৃদয় তোলপাড় করে। যে কোনো চরিত্র তুলে ধরেন অনায়াসে। বাস্তবেও তার ক্ষুরধার ব্যক্তিত্বে মুগ্ধ অনুরাগীরা। পর্দায় একাধিক বার সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে, কারিনাকে।

তবে এবার সব সীমা অতিক্রম করতে প্রস্তুত করিনা কপূর খান। সিনেমার চরিত্রের প্রয়োজনে আবারও খোলামেলা দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে কারিনা কাপুরকে। এবার কারিনা কাপুর নাকি তার হাঁটুর বয়সি এক নায়কের সঙ্গে খোলামেলা দৃশ্যে রোমান্সে  জড়াবেন। বি-টাউনে এমনই খবর।

নতুন সিনেমার সঙ্গে জড়িত এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নতুন সিনেমায় করিনাকে এক ভূতের চরিত্রে দেখা যাবে। এছাড়াও সিনেমার চিত্রনাট্যে রয়েছে নানা চমক। তবে নতুন সিনেমায় কোন অভিনেতার সঙ্গে কারিনাকে খোলামেলা দৃশ্যে দেখা যাবে সেটি জানা যায়নি।

আরওপড়ুন<<>>কারিনার ফিটনেসের গোপন রহস্য কি?

এদিকে সামাজিক মাধ্যমে এ নিয়ে নেটিজেনদের মাঝে গুঞ্জন উঠেছে, এ সিনেমায় নাকি কারিনাকে ভূতের চরিত্রে দেখা যাবে। শুধু তাই নয়, বলিউডের অন্যান্য ভৌতিক সিনেমার চেয়ে এ সিনেমার গল্প ও চিত্রনাট্য অনেকটাই ভিন্ন। যেখানে অভিনেত্রী নিজেও তরুণী হিসেবে ধরা দেবেন।

আর সিনেমার গল্প লিখছেন হুসেইন দালাল। যিনি পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’-এ কাজ করেছেন। যদিও এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। তবে এ নতুন সিনেমা নিয়ে বলিউডে বেশ রাখঢাক চলছে। কারণ এমন ভিন্নধর্মী চরিত্রে বেবোকে আগে কখনো পর্দায় দেখা যায়নি।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ধুরন্ধর’ ছবির প্রথম ঝলক। সে ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন অষ্টাদশী অভিনেত্রী সারা অর্জুন। রণবীরের বয়স এখন ৩৮। বয়সের এ ব্যবধান বিতর্ক তৈরি হয়েছে। ‘সিকন্দর’ ছবিতেও রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বাঁধায় কটাক্ষের শিকার হতে হয়েছিল সলমন খানকে। একই বিতর্কে জড়িয়েছেন আমির খানও। ‘সিতারে জ়মিন পর’ ছবিতে জেনেলিয়া দেশমুখের সঙ্গে জুটি বেঁধে বিতর্কে জড়িয়েছেন তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়